নড়াইলের চেয়ারম্যান প্রার্থী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নড়াইলের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।
নড়াইলের আওয়ামী লীগের নেতা সৈয়দ আবিদুল ইসলাম ও তাঁর স্ত্রী ইসরাত জাহান সহেলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে।
গত সোমবার (৮ নভেম্বর) বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে, ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন।
আবিদুল ইসলাম সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
আগামীকাল বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার সব ইউপি ভোটগ্রহণ।
আবিদুল ইসলাম ওই ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত সৈয়দ আকবর আলীর ছেলে। নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পাবনা বীর মুক্তিযোদ্ধা টিংকু’র শোক সভা ও দোয়া মাহফিল
তিনি ঢাকায় ব্যবসায় করেন। গতবার তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।
দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের একটি অভিযোগের ভিত্তিতে দুদক ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁদের সম্পদের অনুসন্ধান করা হয়।
অনুসন্ধানে সৈয়দ আবিদুল ইসলামের (৫০) ৫ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৬২২ টাকা এবং তাঁর স্ত্রী ইসরাত জাহান সহেলীর (৫০)
৮০ লাখ ৯৬ হাজার ২৭১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার তথ্য পাওয়া যায়।
একমাস ধরে নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা – মায়ের সংবাদ সম্মেলন
দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত জানান, জ্ঞাত আয় বহির্ভূত ওই সম্পদ অর্জনের তথ্য পেয়ে
তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যান প্রার্থী এ ব্যাপারে জানতে চাইলে নড়াইলের চেয়ারম্যান প্রার্থী আবিদুল ইসলাম বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছে
আমি দলের হয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। অনেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং গুজব রটাচ্ছে।
আমি কোনো দুর্নীতি করি নাই এসব মিথ্যা এবং ভিত্তিহীন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: ডিজেল পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি - দ্যা বাংলা ওয়াল
Pingback: কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল