নড়াইলে ১৩টি ইউপি নির্বাচনে নৌকা ৮,স্বতন্ত্র ৫
নড়াইলে ১৩টি ইউপি নির্বাচনে নৌকা ৮,স্বতন্ত্র ৫। ২য় ধাপে বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়।
এ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের থেকে প্রাপ্ত তথ্যে নৌকা ৮ এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
এ নির্বাচনে ১৩টির ইউনিয়নের মধ্যে আউড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এস,এম পলাশ (নৌকা),
কলোড়ায় জেলা আওয়ামীলীগের সদস্য আশীষ বিশ্বাস (নৌকা), সিঙ্গাশোলপুরে সাইফুল ইসলাম হিট্টু (নৌকা), শেখহাটিতে গোলক বিশ্বাস (নৌকা),
পাবনা তেল গ্যাস বিদ্যুৎ নিত্যপ্যণের দাম বৃদ্ধির প্রতিবাদ
মাইজপাড়ায় জসিম মোল্যা (নৌকা), হবখালীতে টিপু সুলতান (নৌকা), চন্ডিবরপুরে মোঃ আজিজুর রহমান ভুইয়া (নৌকা),
মুলিয়ায় রবীন্দ্রনাথ অধিকারি (নৌকা), বাঁশগ্রামে মোঃ রফিকুল ইসলাম (স্বতন্ত্র- আঃ বিদ্রোহী), ভদ্রবিলায় সজীব মোল্যা (স্বতন্ত্র- আঃ বিদ্রোহী),
ভারত থেকে এলো ৫৩ লাখ টাকা মূল্যের পুলিশের ৬ ঘোড়া
তুলারামপুরে টিপু সুলতান (স্বতন্ত্র- আঃ বিদ্রোহী), বিছালীতে মোঃ হেমায়েত হোসেন (স্বতন্ত্র- বিএনপি সমর্থিত) ও শাহাবাদে মোঃ জিয়াউর রহমান জিয়া (স্বতন্ত্র- আঃ বিদ্রোহী)।
নড়াইলে ১৩টি ইউপি নির্বাচনে জানা গেছে, ১৩টি ইউনিয়নের ১১টিতেই আ’লীগের ১৫জন নেতা নৌকা প্রতিকের প্রতিদ্ব›িদ্ব হিসেবে নির্বাচন করেন।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪জন, সংরক্ষিত নারী আসনে ১’শ ৩১জন এবং সাধারন ওয়ার্ডে ৩৮২ জন প্রতিদ্ব›িদ্বতা করেন।
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।