শাহজাদপুরে ট্রাক দুর্ঘটনায় নিহত দুই পরিবারে অর্থ সহায়াতা

শাহজাদপুরে ট্রাক দুর্ঘটনায় নিহত দুই পরিবারে অর্থ সহায়াতা দিলেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাশুড়িয়া গ্রামের তানুক আলীর ছেলে ধানকাটা শ্রমিক আব্দুর রাজ্জাক (৩০) ও

একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে ধানকাটা শ্রমিক বাবর(৫০) ট্রাক দূর্ঘটনায় নিহত হওয়ায় তাদের

পরিবারে আর্থিক সহায়াতা প্রদান করেছে শাহজাদপুর উপজেলা জামায়াত ।

শুক্রবার সকালে নিহত দুই শ্রমিক পরিবারে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা তুলে দেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মাওঃ মিজানুর রহমান।

রাজশাহী গোদাগাড়ীর রিশিকুল ইউপিতে স্বতন্ত্র মুকুল নির্বাচিত

এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক, সাবেক সেক্রেটারী মাষ্টার আব্দুস ছাত্তার,

উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও

শাহজাদপুর পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম, ও শাহজাদপুর পৌর জামায়াত নেতা আব্দুল জলিল এবং

পোরজনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ আব্দুস সবুর উপস্থিত ছিলেন। এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন,

জামায়াত শুধু রাজনৈতিক দল নয় বরং এটি একটি মানবিক সংগঠন।

রাজশাহীতে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলা শুরু

শাহজাদপুরে ট্রাক দুর্ঘটনায় সাধ্যানুসারে বিভিন্ন দুর্যোগে দুঃসময়ে সারা দেশে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে।

আমরা শ্রমিকবহনকারী ট্রাক খাদে পরে নিহত অসহায় দুটি পরিবারে সামান্য সহায়াতা করলাম। আগামীতেও এ ধরনের সহায়াতা করব ইনশাআল্লাহ।

উল্লেখ্য গত ৯ নভেম্বর শাহজাদপুর–জামিরতা সড়কে ট্রাক উল্টে খাদে পরে ওই দুই শ্রমিক নিহত হয়।

/ এম,এ, জাফর লিটন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com
Total Page Visits: 458 - Today Page Visits: 2

সিরাজগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

# 46 সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা এম, এ, জাফর লিটন নাম: মোঃ আবু জাফর (লিটন) মোবাইল নং ০১৭১২৩৩৮৭২৮ ইমেইল : zafarliton@gmail.com পিতা: মোঃ মফিজ উদ্দিন খাঁন গ্রাম ও ডাকঃ ইসলামপুর (ডায়া) উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। শিক্ষাগত যোগ্যতা: এমএ (সমমান) পেশাগত যোগ্যতা: সাবেক উপজেলা প্রতিনিধি : মাইটিভি, সংবাদদাতা : দৈনিক যায়যায়দিন, সম্পাদক ও প্রকাশক : সাপ্তাহিক উত্তর দিগন্ত সহ-সভাপতি : শাহজাদপুর প্রেসক্লাব, সিরাজগঞ্জ। জাতীয় পরিচয়পত্র নং ৮৮১৬৭৮৭৪৩১৩৮২ বিকল্প নং: ০১৭১০৫৩৮৮৬৬ রক্তরে গ্রুপ: এ+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares