শাহজাদপুরে ট্রাক দুর্ঘটনায় নিহত দুই পরিবারে অর্থ সহায়াতা
শাহজাদপুরে ট্রাক দুর্ঘটনায় নিহত দুই পরিবারে অর্থ সহায়াতা দিলেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাশুড়িয়া গ্রামের তানুক আলীর ছেলে ধানকাটা শ্রমিক আব্দুর রাজ্জাক (৩০) ও
একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে ধানকাটা শ্রমিক বাবর(৫০) ট্রাক দূর্ঘটনায় নিহত হওয়ায় তাদের
পরিবারে আর্থিক সহায়াতা প্রদান করেছে শাহজাদপুর উপজেলা জামায়াত ।
শুক্রবার সকালে নিহত দুই শ্রমিক পরিবারে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা তুলে দেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মাওঃ মিজানুর রহমান।
রাজশাহী গোদাগাড়ীর রিশিকুল ইউপিতে স্বতন্ত্র মুকুল নির্বাচিত
এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক, সাবেক সেক্রেটারী মাষ্টার আব্দুস ছাত্তার,
উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও
শাহজাদপুর পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম, ও শাহজাদপুর পৌর জামায়াত নেতা আব্দুল জলিল এবং
পোরজনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ আব্দুস সবুর উপস্থিত ছিলেন। এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন,
জামায়াত শুধু রাজনৈতিক দল নয় বরং এটি একটি মানবিক সংগঠন।
রাজশাহীতে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলা শুরু
শাহজাদপুরে ট্রাক দুর্ঘটনায় সাধ্যানুসারে বিভিন্ন দুর্যোগে দুঃসময়ে সারা দেশে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে।
আমরা শ্রমিকবহনকারী ট্রাক খাদে পরে নিহত অসহায় দুটি পরিবারে সামান্য সহায়াতা করলাম। আগামীতেও এ ধরনের সহায়াতা করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য গত ৯ নভেম্বর শাহজাদপুর–জামিরতা সড়কে ট্রাক উল্টে খাদে পরে ওই দুই শ্রমিক নিহত হয়।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



