দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান হলেন যারা

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান হলেন যারা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরার কালিগঞ্জের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই

১২ ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

১২ টি ইউনিয়নে ৫ টিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

এছাড়া একটিতে জাতীয় পার্টি, একটিতে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী, দু’টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সরকারি ভাবে পাওয়া ফলাফল:
১নং কৃষ্ণনগর ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের মেয়ে সাফিয়া পারভীন (লাঙ্গল)

৭২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক

জিএম রবিউল্যা বাহার (ঘোড়া) পেয়েছেন ৬৮৭৫ ভোট।

২নং বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপি’র উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (আনারস) ৬৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,

নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন (নৌকা) পেয়েছেন ৬২২৭ ভোট।

নৌকা প্রার্থী মাসুম ভূঁইয়ার নির্বাচনী ৩০টি ইশতেহার ঘোষণা

৩নং চাম্পাফুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন (নৌকা) ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,

নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল (আনারস) পেয়েছেন ৫২০২ ভোট।

৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী গোবিন্দ মন্ডল (নৌকা) ৪৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,

তার নিকটতম প্রতিদ্বদ্বী জুলফিকার আলী সাপুই (মোটরসাইকেল), প্রাপ্ত ভোট ৩৮৪১।

৫নং কুশুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ (নৌকা) ৭২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বদ্বী

সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান বাবলু (মোটরসাইকেল) পেয়েছেন ৩৩৫১ ভোট।

৬নং নলতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান (চশমা) ১৩৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম

প্রতিদ্বদ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩২৩৭ ভোট।

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক প্রাইভেট জব্দ

৭নং তারালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট (নৌকা) ৬৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বদ্বী

স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান খোকন (আনারস) পেয়েছেন ৪৯৪১ ভোট।

৮নং ভাড়াশিমলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক

নাজমুল ইসলাম নাঈম (আনারস) ৭৯২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন (নৌকা) পেয়েছেন ৪১৫০ ভোট।

৯নং মথুরেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম (রজনীগন্ধা)

৫০১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম বাবু (টেবিল ফ্যান) পেয়েছেন ২৫৩৫ ভোট ।

১০নং ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (ঘোড়া) ৫৩৮২

ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামী লীগের প্রার্থী সজল মূখার্জী (নৌকা) পেয়েছেন ৪২৭৬ ভোট।

১১ নং রতনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলিম আল রাজি টোকন (নৌকা) ৮৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বদ্বী

উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ (আনারস) পেয়েছেন ৫৯৭৮ ভোট।

এবং ১২নং মৌতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস মোড়ল (ঘোড়া) ৬৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বদ্বী উপজেলা

বিএনপি’র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ৩৫১৩ ভোট।

সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকল ইউনিয়নে সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন ছিল।

বিশেষ করে সকালে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদেরও দীর্ঘ লাইন দেখা যায়।

দুপুরের মধ্যে প্রতিটি কেন্দ্রে ৬০ শতাংশের বেশী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারগণ গণমাধ্যম কর্মীদের জানান।

প্রশাসনের কঠোর তৎপরতায় শান্তিপূর্ণ ভাবে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারায় বুথ ফেরত ভোটরদের চোখেমুখে দেখা গেছে তৃপ্তির হাসি।

এদিকে তালা সার্কেলের এএসপি হুমায়ন কবির ভোটকেন্দ্র পর্যবেক্ষণকারী গণমাধ্যম কর্মীদের সাথে চরম অসদাচারণ করেন।

এতে ভোট পর্যবেক্ষণে বেশ সমস্যার সম্মুখিন হন তারা। এঘটনায় ভুক্তভোগী গণমাধ্যম কর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেন এবং তার আচরণের তীব্র নিন্দা জানান।

/ আরাফাত আলী

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com
Total Page Visits: 517 - Today Page Visits: 1

সাতক্ষীরা ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Arafat Ali Cell: 01723-530400, 01911-521276 E-mail : arafat.moutala@gmail.com H.S.C (Business Studies) 2005 01 month Training “News & Media TrainingCourse” At Dept of JTV Online (March 2014) Working at JTV online and national matry saya asa Correspondent Satkhira dist, mobile correspondent local dokhinar mosal anddainik satkhira Father's name: Md. Late-Moshiur Rahman Mother's name: Rahina Begum Permanent Address: Khalafat Ali, Vill +,Post :Moutala. PS : Klaiganj, Dist- Satkhira-9440 Date of birth: 5th March 1986 National Id: 19868714771000006 Blood group: B+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares