লক্ষ্মীপুর নির্বাচনে ৫ম বার কাউন্সিলর নির্বাচিত খোকন
লক্ষ্মীপুর পৌর নির্বাচনে ৫ম বারের মত কাউন্সিলর নির্বাচিত হলেন খোকন।
লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে কামাল উদ্দিন খোকন ৫ম বারের মত বেসরকারি ভাবে পানির বোতল মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন।
৫ম বারের মত আবারো পৌর ৭নং ওয়ার্ডের খোকন কমিশনার নির্বাচিত হওয়ায় স্থানীয় এলাকাবাসী খুবই খুশি।
গতকাল রবিবার তৃতীয় দাপে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী ও
প্রশাসনিক কর্মকর্তা দিয়ে নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেন।
সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক প্রাইভেট জব্দ
সকাল থেকেই ভোটারেরা নির্বিঘ্ন ভাবে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে।
এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশ উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটারেরা।
বেসরকারি ফলাফলে কামাল উদ্দিন খোকন পানির বোতল প্রতীক নিয়ে ৯৮৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
লক্ষ্মীপুর নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী জাকির হোসেন পাঞ্জাবি প্রতীক নিয়ে ৯৪৭ ভোট পরাজিত হয়েছেন।
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান হলেন যারা
নির্বাচিত কামাল উদ্দিন খোকন বলেন, যে সকল ভোটাররা আমাকে পানির বোতল মার্কা ভোট দিয়ে ৫ম বারের মত জয়যুক্ত করেছেন
তাদেরকে আমি আমার পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন এবং জনগণের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো।
আগামীতোও জনগণের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। যে কয়েকদিন বাঁচি জনগণকে নিয়ে বাঁচবো। জনগনের মুখে হাসি ফোটাবো ।