তেলিহাটি ইউপি নির্বাচন ফরম জমা দিলেন শফিকুল মোড়ল
তেলিহাটি ইউপি নির্বাচন মনোনয়ন ফরম জমা দিলেন শফিকুল ইসলাম মোড়ল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে
মনোনয়ন ফরম জমা দিয়েছেন নৌকা প্রতিক প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও
টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম মোড়ল।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রশিক্ষণ নিলেন তালার দুই সংবাদকর্মী
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর- ২৩ বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্থান আ,লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন এবং
জমা দেন শফিকুল ইসলাম মোড়ল সহ অন্যান্য আগ্রহী প্রার্থীরা।
এ সময় উপজেলা যুবলীগ ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইলে নাগরিকদের সম্পৃক্তকরনে আলোচনা অনুষ্ঠিত
তেলিহাটি ইউপি নির্বাচন চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল বলেন, মনোনয়নের বিষয়টি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে।
তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং শিরোধার্য। ইসি সূত্র বলছে,শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে পঞ্চম ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে ২৭ নভেম্বর।
ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর,
বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১০ডিসেম্বর থেকে ১২ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ৫ জানুয়ারি।