ফুলবাড়ীতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও র্যালি
ফুলবাড়ীতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও সাইকেল র্যালি।
পড়লে চোখে, দাঁড়াব রুখে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও সাইকেল র্যালি কর্মসূচি পালন করা হয়েছে।
উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ফুলবাড়ী উপজেলা যুব নেটওয়ার্ক ও রিফ্লেকশন একশন সার্কেলের আয়োজনে
৩০ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধে ছবি আঁখি প্রতিযোগিতা ও ০১ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলার
খাদ্য গুদাম সংলগ্ন উদয়াঙ্কুর সেবা সংস্থার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ট্রাক্টর চাপায় ১ ভিক্ষুক মহিলা আহত
লক্ষ্মীপুর রায়পুরে ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন
এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে যুব মহিলাদের অংশ গ্রহনে সাইকেল র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উদয়াঙ্কুর সেবা সংস্থার উপজেলা কার্যালয়ে ৩০ নভেম্বর অনুষ্ঠিত নারী নির্যাতন প্রতিরোধে
ছবি আঁখি শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী তিন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



