লক্ষ্মীপুর হাসপাতাল সড়কটি জরাজীর্ণ, দুর্ভোগে রোগীরা
লক্ষ্মীপুর হাসপাতাল সড়কটি জরাজীর্ণ, দুর্ভোগে রোগীরা।
লক্ষ্মীপুর পৌর সদরের তৃপ্তি হোটেল সংযোগ হাসপাতাল রোড সড়কটি বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
বর্ষা এলে কাদাপানি, খানাখন্দ আর গর্তের ভোগান্তি, বাকি সময়ে ধুলাবালি আর ভাঙাচোরা সড়কে হয়রানি।সড়ক ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে।
সড়কের বিভিন্ন স্থান ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল দশায় সমস্যায় পড়েছেন পথচারীরা। সড়কের কারণে ক্ষতিগ্রস্ত হয় যানবাহন।
চরম ভোগান্তিতে রয়েছে যাত্রী ও রোগীরা। বৃষ্টি হলে পানি জমে সড়ক আরও বিপদজনক হয়ে যায়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সদর হাসপাতাল সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সড়ক বেহাল হলেও প্রয়োজনের তাগিদে ভোগান্তি নিয়ে প্রতিদিনই চলাচল করছেন মানুষ।
হাসপাতালে প্রতিদিন পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অসংখ্য লোকজন চিকিৎসা সেবা নিতে আসেন।
সড়কের বেহাল দশার কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও সাধারণ জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
বন্যপ্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ
হৃদরোগী ও গর্ভবতী মহিলাদের আরো বেশি কষ্ট করতে হয়। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় রোগী বহনকারী গাড়িগুলোর সমস্যা হয়।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে লক্ষ্মীপুর বাজার সড়ক ব্রীজ থেকে রোর্ডটি তৃপ্তি হোটেল সামনে থেকে শুরু হয়ে
মাতৃমঙ্গল হয়ে সদর হাসপাতাল যেতে হয় এ সড়ক দিয়েই সুপ্রিম কেয়ার হাসপাতাল রামগতি রোড প্রধান সড়কে সংযুক্ত।
নড়াইলে মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকের উদ্বোধন
লক্ষ্মীপুর হাসপাতাল সড়কটি হাসপাতাল রোডের ব্যবসায়ী সালাহ উদ্দিন রিগেন,মন্টু বাবু,জনি, হানিফ বলেন,
বিভিন্ন গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকায় লোকজনের চলাচলের সহজ মাধ্যম।
সরেজমিন হাসাপাতালে চিকিৎসা নিতে আসা অনেকের সাথে কথা হলে তারা বলেন, সড়কটি সবচেয়ে বেশি ভাঙাচোরা ও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
হাসপাতালের কর্মরত কয়েকজন চিকিৎসক বলেন,সড়কটি সংস্কারের জরুরী হয়ে পড়েছেন,
জটিল রোগে আক্রান্ত রোগীরা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা উল্লেখ করেন।
নির্বাচিত নতুন মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, হাসপাতাল রোডটি সংস্কারের কাজ আগামী কয়েক মাসের মধ্যে করা হবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



