নওগাঁয় ভেড়া ও খাদ্যানুষাংগিক বিতরন
নওগাঁয় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভেড়া ও খাদ্যানুষাংগিক বিতরন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রধানমন্ত্রীর ”ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কার্যক্রমের মাধ্যমে
ভিক্ষুকদের মাঝে শনিবার দুপুর ১২টায় ৫ জন ভিক্ষুকের মাঝে এসব বিতরন করা হয়েছে।
নওগাঁ শিশু সদনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
সিরাজগঞ্জ রায়গঞ্জে ফেন্সিডিলসহ আটক ২
ইলিশ রক্ষায় সাগরে সরকারি নিষেধাজ্ঞা শুরু
নওগাঁয় ভেড়া ও খাদ্যানুষাংগিক বিতরন এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিনবিল্লাহ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন,
সহ-সভাপতি এএসএম রাইহান আলম, বেসরকরাী উন্নয়ন সংগঠন রানী’র প্রধান নির্বাহী ফজলুল হক খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫ জন ভিক্ষুককে ৩টি করে ভেড়া এবং এক মাসের খাদ্য অনুষাংগিক হিসেবে প্রত্যেককে ২৫ কেজি চাল, ৩ লিটার সয়াবীন তেল,
২ কেজি আটা, ১কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি করে লবন এবং নগদ এক হাজার টাকা করে বিতরন করা হয়।
প্রত্যেককে সমপরিমান খাদ্যানুষাংগিক ও নগদ টাকা আগামী আরও ৫ মাস বিতরন করা হবে বলে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জানিয়েছেন।