পাকিস্তানের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে ভারতের হার
একদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছে। বাংলাদেশকে হারিয়ে সেই হারের জ্বালা জুড়লো ভারতীয় মহিলা দল।
শনিবার সিলেটে একপেশে ম্যাচে বাংলাদেশের মহিলা দলকে ৫৯ রানে হারিয়ে দিলেন স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)।
এই জয়ের ফলে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে কার্যত নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত।
ভারত: ১৫৯-৫ (শেফালি ৫৫, স্মৃতি ৪৭), বাংলাদেশ: ১০০-৭ (নিগার সুলতানা ৩৬, ফারজানা ৩০), ভারত ৫৯ রানে জয়ী।
শনিবার সিলেটে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)।
তাঁর বদলে এদিন অধিনায়কত্ব করেন স্মৃতি মন্ধানা। টস জিতে স্মৃতি এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ভারত।
নওগাঁয় ভেড়া ও খাদ্যানুষাংগিক বিতরন
পাকিস্তানের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে আগের দিনের বাদ পড়া ওপেনার শেফালি বর্মা এদিন প্রথম একাদশে ফিরেই ৪৪ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।
অধিনায়ক স্মৃতিও মাত্র ৩৮ বলে ৪৭ রান করেন। ভাল ফর্মে থাকা জেমাইমা রডরিগেজ এদিন মাত্র ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানে পৌঁছে যায় ভারত (Indian Cricket Team)।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। ওপার বাংলার মেয়েদের প্রথম উইকেট পড়ে দশম ওভারে।
বিমানে ইলিশ মাছ নিয়ে আসার জরিমানা ১০ হাজার
৯ ওভারে তারা মাত্র ৪৫ রান তোলে। সেই রানের ঘাটতি আর পূরণ হয়নি। এরপর স্কোরবোর্ডের চাপে একের পর এক উইকেট খোয়াতে থাকে বাংলাদেশের মেয়েরা।
অধিনায়ক নিগার সুলতানা (৩৬) ছাড়া আর কেউই সেভাবে রুখে দাঁড়াতে পারেননি।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারত জেতে ৫৯ রানে।
এই জয়ের ফলে ৫ ম্যাচে ৪টি জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে ব্যবধান বাড়িয়ে নিল ভারত।
সেই সঙ্গে এশিয়া কাপের সেমিফাইনালেও কার্যত নিশ্চিত হয়ে গেলেন হরমনপ্রীতরা।
আগের ম্যাচে ভারতকে হারানোর পর পাকিস্তান উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
অন্যদিকে বাংলাদেশ ৪ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে চতুর্থ স্থানেই রয়ে গেল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখনও রয়েছেন বাংলাদেশের মেয়েরা।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীপূজা আজ - দ্যা বাংলা ওয়াল