জাতীয়দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীধর্ম চিন্তাশিরোনামসর্বশেষসব খবর

রাজধানীসহ সারা দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

রাজধানীসহ সারা দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

বিশ্বের মুসলিম সম্প্রদায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসকে ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে।

এ বছর বাংলাদেশের মুসলিম সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে এ দিবসটি পালন করে।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বাদ জোহর দিনটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিমানে ইলিশ মাছ নিয়ে আসার জরিমানা ১০ হাজার

মোনাজাতের আগে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পৃথক বাণীতে তাঁরা দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রাজধানীসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তাঁরা।

পাকিস্তানের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে ভারতের হার

হিজরি সনের ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। আরবি মাসের হিসাব শুরু হয় সন্ধ্যা রাত থেকে।

শনিবার সন্ধ্যার পর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ এবং বাসাবাড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কোরআন খতম ও জিকির-আসকার করেন।

এরপর বিশেষ মোনাজাতে নিজ নিজ পরিবারের সদস্য ও মুসলিম উম্মাহর জন্য মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত কামনা করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রবিবার সরকারি ছুটি। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

দেশের সব বিভাগ, জেলা, উপজেলাসহ সরকারি-বেসরকারি সংস্থা মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন করে।

/ দ্যা বাংলা ওয়াল

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com
Total Page Visits: 117 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares