জীবনশৈলীবিনোদনশিরোনামসর্বশেষসব খবর

আজ নৃত্যশিল্পী নাইম এর জন্মদিন..

আজ নৃত্যশিল্পী নাইম এর জন্মদিন.. নাইমুজ ইনাম নাইম বাংলাদেশের তরুণ প্রজন্মের নৃত্য শিল্পীদের মধ্যে অন্যতম একজন নৃত্যশিল্পী।

তরুণ প্রজন্মের নৃত্যশিল্পীদের মধ্যে জায়গায় করে নিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে নৃত্যশিল্পী হিসেবে।

আজ এই গুনি শিল্পীর জন্মদিন…

নৃত্যশিল্পী নাইম নড়াইল জেলার আলাদাতপুর গ্রামে ১৫ ই অক্টোবর ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন। পরিবারের একমাত্র সন্তান তিনি।

ছেলেবেলা থেকেই সাংস্কৃতিক মনা এবং গান নাচ খুব পছন্দ ছিলো তার। একদিন তার মা তাকে গান শেখার জন্য একটি একাডেমি তে ভর্তি করিয়ে দিলেন

কিন্তু গানের ক্লাস বাদ দিয়ে নাচের ক্লাসে মনোযোগ দিতেন আর লুকিয়ে লুকিয়ে নাচের স্যারের নাচ দেখতেন।

পরবর্তী তে নাচের উপর সুপ্ত বাসনা থেকে বাংলাদেশ থেকে ৪ বছর (ডিপ্লোমা কোর্স) এবং ১ বছরের শর্ট কোর্স করেছেন

ভারত থেকে তার নাচের হাতে খড়ি দিয়েছেন ভারতের গোপাল চন্দ্র কুন্ডু।

বিএনপি নেতারা গলার জোরে কথা বলছে

পরবর্তীতে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও অনার্স পাশ করেছেন।

নাচ নিয়ে অনেক বড় বড় প্রাপ্তি আছে এই শিল্পীর “ইন্টারন্যাশনাল কান্ট্রি কনসেপ্ট নোট অ্যাওর্য়াড-২০১৭”, জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় পুরষ্কার,

স্বাধীনতা দিবসে গুণীজন সংবর্ধনায় তরুণ নৃত্যশিল্পী হিসাবে সম্মাননা প্রদান, প্রাণ লিমিটেড এর সৌজন্যে তরুণ প্রতিভাবান নৃত্যশিল্পী হিসাবে পুরষ্কার

এছাড়াও জেলা প্রশাসক সম্মাননা, নড়াইল নৃত্যকলা পদক, বঙ্গবন্ধু তরুন লেখক পরিষদ সম্মাননা, কবি-সাহিত্যক সম্মাননা,

নিরাপদ সড়ক চাই (নিসচা) সম্মাননা সহ আরও অসংখ্য পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। পাশাপাশি নাচ নিয়ে সিঙ্গপুর, তুরস্ক, ভারত, লন্ডন সহ

আরো অনেক দেশে বাংলাদেশ হাইকমিশন এর বিভিন্ন উদ্যোগে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে

প্রেরিত দলের সদস্য হিসাবে অংশগ্রহণ করেছেন সফরসঙ্গী হয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রী এবং সচিব মহোদয় এর সাথে।

দেশে এখন গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র চলছে

আজ নৃত্যশিল্পী নাইম এর নাচ নিয়ে স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন

এখনও নাচটা করতে পারছি এটাই মহান আল্লাহ কাছে শুকরিয়া। যখন মঞ্চে কাজ করতে পারবো না, তখন মঞ্চের পেছনে কাজ করবো।

ডিরেকশনের কাজ করবো। এটা আমার স্বপ্ন। অনেক বড় বড় প্রোডাকশন করবো নাচের সেই স্বপ্ন নিয়েই একজন নৃত্যশিল্পী হিসেবে বেঁচে আছি।

একদিন সমগ্র বিশ্বের নাচের মানুষ আমাকে এক নামে চিনবে সে প্রত্যাশা জন্যই সর্বদা কাজ করে যেতে চাই।

সকলের কাছে এই তরুন নৃত্যশিল্পী নাইম দোয়া চেয়েছেন।

/ শুভ সরকার

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

নড়াইল ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Goutam kumar sarkar (Shuvo) Father: Kamalesh Chandra Sarkar. Mother: Ava Rani Sarkar. Date of birth : 14/08/1992. National ID No: 19926515231000065. Cell: +8801617-428342/ 01736926888 shuvosarkar140891@gmail.com BA Pass (3 years) Present Address Village: Kurigram, PO: Ratangonj, PS: Narail Sadar, Narail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *