৬৫ উর্ধরাও হজে যেতে পারবেন: নতুন নিয়ম
৬৫ উর্ধরাও হজে যেতে পারবেন: নতুন নিয়ম। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন,
যাদের বয়স ৬৫ পার হয়ে গেছে, তারাও হজে যেতে পারবেন।
সবাই যেন নিরাপদে হজে যেতে পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি বিবেচনায় নিয়ে
৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদেরও হজ পালন করার সুযোগ করে দিচ্ছেন।
তিনি বলেন, করোনার কারণে দুই বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি।
৬৫ উর্ধরাও হজে যেতে এ বছর আমরা হজ পালন করতে পেরেছি। এখন থেকে সবকিছু সহজ হয়ে যাচ্ছে।
আগে হজের প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লাগতো। এখন কয়েক দিনের মধ্যে সেটা সম্ভব হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক
আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংগঠক রউফ ঠিকাদারের ৪৭তম মৃত্যু বার্ষিকী আজ
প্রতিমন্ত্রী বলেন, গত ৩৬ বছরে যা সম্ভব হয়নি, তা প্রায় ১৪ বছরে সরকার সম্ভব করছে। সবকিছুতে উন্নয়ন হচ্ছে।
শুধু ইসলাম ধর্মের জন্যই নয়, পাশাপাশি বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের আমানত চার কোটি থেকে সাত কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে।
বৌদ্ধবিহার, প্যাগোডা নির্মাণ ও সংস্কারে দুই কোটি ৫৭ লাখ টাকা, অসচ্ছল ভিক্ষু ব্যক্তিদের চিকিৎসায়
প্রায় ৩৮ লাখ টাকার অনুদান, বৌদ্ধবিহারগুলোতে সাত কোটি ৮৫ লাখ,
বৌদ্ধবিহার ও শ্মশান উন্নয়নে চার কোটি ২৮ লাখ টাকা প্রদান করা হয়েছে।
নড়াইলে ২দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ‘২২ উদ্বোধন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান,
জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম,
কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার,
প্যানেল মেয়র মহসিন আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ সরকার,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সীতাংশু বিকাশ আচার্য, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
/

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইলে কিডনি রোগিদের জন্য ডায়ালাইসিস সেন্টার চালু - দ্যা বাংলা ওয়াল