নড়াইলে কিডনি রোগিদের জন্য ডায়ালাইসিস সেন্টার চালু

নড়াইলে এই প্রথম কিডনি রোগিদের জন্য চালু হলো বেসরকারি উদ্যোগে নড়াইল এক্সপ্রেস ডায়ালাইসিস সেন্টার।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর) দুপুরে এর উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং

জে এমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,

শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত লাভলু,

সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জামান ঝিন্টুসহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মর্তারা।

নড়াইলে ২দিন ব্যাপী জেলা সাহিত্য মেলা ‘২২ উদ্বোধন

৬৫ উর্ধরাও হজে যেতে পারবেন: নতুন নিয়ম

নড়াইলে কিডনি রোগিদের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক ভোরের কাগজকে জানান,

ফাউন্ডেশনের চেয়ারম্যান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রথম নড়াইলে নামমাত্র মূল্যে

ডায়ালাইসিস সেন্টার চালু হচ্ছে। দেশের অন্যতম বেসরকারি জে এমআই গ্রæপের আর্থিক সহায়তায় নড়াইল শহরে অবস্থিত শরীফ আব্দুল হাকিম ও

নড়াইল এক্সপ্রেস হাসপাতালে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মান করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের মাধ্যমে ৪ ইউনিটের কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু হলো।

এখানে একসাথে ৪জন কিডনি রোগিকে ডায়ালাসিস দেওয়া হবে। এজন্য প্রতি রোগির সময় ব্যয় হয় ৪ঘন্টা।

নড়াইলে কিডনি রোগিদের জন্য প্রতি ডায়ালাসিসে ১৯শ টাকা নির্ধারণ করা হয়েছে।

/ শুভ সরকার

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com
http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
Total Page Visits: 396 - Today Page Visits: 6

নড়াইল ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Goutam kumar sarkar (Shuvo) Father: Kamalesh Chandra Sarkar. Mother: Ava Rani Sarkar. Date of birth : 14/08/1992. National ID No: 19926515231000065. Cell: +8801617-428342/ 01736926888 shuvosarkar140891@gmail.com BA Pass (3 years) Present Address Village: Kurigram, PO: Ratangonj, PS: Narail Sadar, Narail

One thought on “নড়াইলে কিডনি রোগিদের জন্য ডায়ালাইসিস সেন্টার চালু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares