রংপুরে র্যাব কর্তৃক ফেন্সিডিল, কার্গো ট্রাক ও মাদক কারবারি আটক
রংপুরে র্যাব কর্তৃক ৭৩৩ বোতল ফেন্সিডিল, ২টি কার্গো ট্রাকসহ ৪ মাদক কারবারি আটক।
মঙ্গলবার র্যাব-১৩ কোম্পানী কমান্ডার মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সোমবার ভোরে
দিনাজপুর পাবর্তীপুর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় র্যাব ৭৩৩ বোতল ফেন্সিডিল, ২টি কার্গো ট্রাক, মোবাইল ফোন, ট্যাব ও ৪টি সীমকার্ড জব্দ করা হয়।
শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরুর রাখাল আহত
অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এরা হলেন, ট্রাক চালক বারোপুর স্কুলপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩০),
চালকের সহযোগী একই এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা পাখি (৩২),
দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর এলাকার মৃত হোসেনের ছেলে ট্রাক চালক মোঃ শাহীন (২৭) ও
বগুড়া পৌর এলাকার বড় বেলাইল এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে মোঃ রঞ্জু মিয়া (৩৩)।
রাণীনগরে দলীয় অফিসে হামলার ঘটনায় পাল্টা পাল্টি মামলা
এ ঘটনায় ২টি ট্রাক জব্দ করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানায়,
ফেন্সিডিল দিনাজপুর জেলার হাকিমপুর স্থলবন্দর সীমান্ত হতে পাইকারী দামে কিনে সু-কৌশলে ট্রাকের মধ্যে বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো,
দীর্ঘদিন ধরেই এভাবে ট্রাক ভর্তি পণ্যের আড়ালে বিভিন্ন মাদকদ্রব্য কারবারি করে এসেছিলো বলেন তারা।
/ রাচৌ
