সিরাজগঞ্জের কামারখন্দে মাদক ব্যবসায়ী গ্রেফতার : র্যাব-১২
সিরাজগঞ্জের কামারখন্দে থানার নয়াপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
সোমবার (০৩ আগস্ট ২০২০ খ্রীঃ) তারিখ ৩.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার,
সহকারী পুলিশ সুপার মোহম্মদ মহিউদ্দীন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল
সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাট ইউনিয়ানের নয়াপাড়া এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঐতিহ্য সংরক্ষণে নাগরপুরের শিক্ষার্থীরা
গ্রেফতারকৃত আসামী মোঃ হাফিজুল ইসলাম (৩০), পিতা মৃত হবিবুর রহমান, সাং-নয়াপাড়া (ভদ্রঘাট), থানা-কামারখন্দ ও জেলা সিরাজগঞ্জ।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহম্মদ মহিউদ্দীন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানধীন নয়াপাড়া গ্রামে বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করিতেছে।
এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহীর চারঘাটে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন- নিহত ১
উক্ত স্থানে অভিযান চালিয়ে ৭২ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইলসেট, ২টি সিম ও ৪৮০০ (চার হাজার আটশত) টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জের কামারখন্দে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
২০১৮ সালের ৩৬(১) এর সরণীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
/ র্যাব-১২, প্রেস বিজ্ঞপ্তি

Pingback: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি - দ্যা বাংলা ওয়াল