কথিত আওয়ামীলীগ নেতা শার্শায় আটক: উদ্ধার করল পুলিশ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মোস্তাক সরদার (৫২) নামে এক কথিত আওয়ামীলীগ নেতা অনৈতিক কার্যকলাপের সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে
ঘরে তালা লাগিয়ে আটক করে রাখে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
মোস্তাক সরদার নিজেকে শার্শা উপজেলা আওয়ামীলীগের সদস্য বলে দাবি করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আটটার সময় বাগআঁচড়া মাঠপাড়া এলাকায় আহম্মেদ আলীর বাড়ির দ্বিতীয় তলায়।
এর আগেও একবার হাতেনাতে আটক হয় মোস্তাক। এ নিয়ে এলাকায় নানা মুখরোচক গল্পের সৃস্টি হয়েছে।
কোটি টাকার অধিক চোরাচালান জব্দ করেছে বিজিবি
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আছাদুল ইসলাম জানান,
দীর্ঘদিন ধরে বাগআঁচাড়া মাঠপাড়া গ্রামের খোসালী সরদার এর ছেলে মোস্তাকের সাথে ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া এ
কই গ্রামের মোকতার আলীর স্ত্রী শিলা খাতুন (৪০) এর পরকীয়া ও অনৈতিক সম্পর্ক চলে আসছিল।
শিলার স্বামী বাড়ি না থাকলে মোস্তাক ওই বাড়ি এবং অন্যান্য লোকের বাড়িতে শিলাকে ডেকে নিয়ে অবৈধ মেলামেশা করত।
বৃহস্পতিবার রাতে কথিত আওয়ামীলীগ নেতা ওই বাড়ির দ্বিতীয় তলায় অবৈধ মেলামেশার এক পর্যায় গ্রামবাসি তাদের আটকিয়ে ঘরে তালা মেরে রাখে।
পরে বাগআঁচড়া পুলিশ তদন্ত ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন,
কিছু লোক মোস্তাককে ওই বাড়ির দ্বিতীয় তলায় অবরুদ্ধ করে রাখার পর পুলিশ তাকে উদ্ধার করে।
মোস্তাক নিজেকে উপজেলা কমিটির সদস্য দাবি করলেও ইউনিয়ন বা ওয়ার্ড কমিটিতে তার কোন নাম নেই।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু
এ ব্যাপারে অভিযুক্ত মোস্তাক সরদার জানায়, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
এখানে আওয়ামীলীগের দুটি গ্রুপ আছে একটি গ্রুপ আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা কুৎসা রটাচ্ছে।
ঘটনার দিন রাতে আমি ওই বাড়িতে জমির দলিল দেখতে গিয়েছিলাম। সেখানে কোন অসামাজিক কার্যকলাপের কোন প্রশ্নই ওঠে না।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এস আই আনোয়ার আজিম বলেন, মোস্তাককে আমরা ফাঁড়িতে নিয়ে আসার পর স্থানীয় ইউপি সদস্যদের
আবেদনের প্রেক্ষিতে ও সার্কেল এএসপির নির্দেশে ছেড়ে দেওয়া হয়।
ইউপি সদস্যরা তাদের আবেদনে বলে সে ওই বাড়িতে দলিল দেখতে গিয়েছিল।
সেখানে কোন অনৈতিক কার্যকলাপ হয়নি।
/ মোজাহো
Pingback: রংপুরে নতুন করে ৬০ জনের করোনা পজেটিভ - দ্যা বাংলা ওয়াল