হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেসক্রিপশন নিয়ে হাতাহাতি
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারও দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। বার বার অভিযান চালিয়েও তাদেরকে দমন করা যাচ্ছে না।
পুরান দালালদের পাশাপাশি নতুন দালালের আবির্ভাব ঘটেছে। এসব নিয়ে প্রায়ই দালালদের মাঝে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে এক রোগীর চিকিৎসাপত্র নিয়ে শাকিল,
মাসুম আহমেদ ও চয়ন দাস এর মধ্যে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে শাকিল আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
প্রাণের শহর নড়াইল’ এর উদ্যোগে ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভূক্তভোগী রোগীরা অভিযোগ করেন সম্প্রতি সদর হাসপাতালে দালাল নিমূল কমিটির তালিকা তৈরি করে পুলিশে দিলে
পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন দালালকে আটক করে জেল জরিমানা করে।
কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে।
আর গ্রামগঞ্জ থেকে আসা রোগীদেরকে প্রতারণার ফাঁদে পেলে ওষুধের দাম দিগুন আদায় করে।
নড়াইলে ইউপি সদস্য হত্যাকান্ডে ১৫জনের নামে মামলা
নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন দালাল জানান, আমরা পেটের দায়ে রোগী আসলে প্রেসক্রিপশন নিয়ে টানাহেছড়া করে জীবিকা নির্বাহ করি।
হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেসক্রিপশন নিয়ে হাতাহাতি ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান,
জরুরী বিভাগের সিটিজেন চার্টে সদর থানার মোবাইল দেয়া আছে,
ফোন পাওয়ার সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিবে।
Pingback: নওগাঁ’র পত্নীতলা উপজেলায় এক আদিবাসী ছাত্রীকে - দ্যা বাংলা ওয়াল