শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানজিদুল হক শিবলু (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শিবলু উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের রমজান আলীর ছেলে।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে মন্ত্রণালয়
সোমাবার ওই গ্রামের রওশন আরা (এমসিএ) বাড়ির মটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহতের বাবা রমজান আলী জানান, করোনাকালে স্কুল বন্ধ থাকায় তার ছেলে শিবলু এমসিএ’র বাড়িতে কাজ করতো।
সোমবার রাত ৮টার দিকে জানতে পারি ছেলে শিবলু মটর থেকে পানি আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
সে স্থানীয় আলহাজ্ব নওয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সপ্ত শ্রেণীর ছাত্র ছিল।
ঘটনার পর থেকে বাড়ির মালিক রওশন আরা পলাতক রয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিমুলই হচ্ছেন মির্জাপুর পৌরসভার মেয়র
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য
গাজীপুর শহীদ তাজ উদ্দিন আমদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।
Pingback: ভারতে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ল দ্বিগুণ প্রভাব বাজারে - দ্যা বাংলা ওয়াল
Pingback: কুষ্টিয়ার সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা - দ্যা বাংলা ওয়াল