সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআইয়ের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে থানার মো. মাহবুবুর রহমান (৪২) নামে এক এসআইয়ের মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে।
নিহত মো. মাহবুবুর রহমান বারআউলিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
জমির দখল পেতে ১৫০ ভূমিহীন পরিবারের স্মারকলিপি প্রদান
আহত কনস্টেবল মো. নোমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, সীতাকুণ্ডে বাঁশবাড়িয়ায় দুর্ঘটনা কবলিত চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান
উদ্ধারের জন্য গিয়েছিলেন এসআই মাহবুবুর রহমান ও কনস্টেবল নোমান।
ঘটনাস্থলে আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, আহত অবস্থায় সকালে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে এলে
মেয়ে দেখতে এসে প্রতারনা করে নিয়ে গেল টাকা সোনার গহনা
কর্তব্যরত চিকিৎসক এসআই মাহবুবুরকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত কনস্টেবল মো. নোমান ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
Pingback: বরখাস্ত ওসি প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর - দ্যা বাংলা ওয়াল
Pingback: কেমন হবে আগামী জাতীয় নির্বাচন? - দ্যা বাংলা ওয়াল