দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

যশোরের শার্শায় এক নৌকায় স্বপ্ন পূরণ সুমনের

যশোরের শার্শায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে এক নৌকায় স্বপ্ন পূরণ হলো শার্শা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আবু ত্বলহা সুমনের।

তার বাসা হতে বের হতেই পড়ে বেতনা নদী। নদী পারাপারের জন্য এই নৌকাটি উপহার স্বরূপ দেয়া হলো তাকে।

ছেলের লেখাপড়ার সুযোগ সুবিধার জন্য এই নৌকাটি তার খুব উপকার হবেন বলে জানান

ত্বলহার ভূমিহীন পিতা উপজেলার বেড়ি নারায়নপুর গ্রামের হাসানুজ্জামান।

নড়াইলে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ

বৃহস্পতিবার সকাল ১১টার সময় বেড়ি নারায়নপুর বেতনা নদীর তীরে তার হাতে নৌকা তুলে দেন আর্থিক সহায়তাকারি ও

প্রধান অতিথি গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক ও নবীননগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক

তরুন সমাজ সেবক বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর হোসেন।

মাদ্রাসা ছাত্র আবু ত্বলহা সুমন জানান, বেতনা নদী পারাপার হতে আমার অনেক কষ্ট হতো।

যশোরের শার্শায় এক কলাগাছ কেটে ভেলা তৈরি করে যাতায়াত করা লাগতো।

অনেক সময় নদীতে পড়ে গিয়ে আবার বই খাতা ভিজে যেত

এজন্য ঠিকমত মাদ্রাসায় যেতে পারতাম না।

সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসুচির চালসহ দুই ডিলার গ্রেফতার

দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সহযোগিতায় আমার লেখাড়ার সুবিধার্থে ব্যবসায়ী আলমগীর ভাইয়া

আমাকে নৌকা উপহার দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং

একই সাথে যাদের সহযোগিতা আমি আজ নৌকা পেয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই।

আবু ত্বলহার পিতা হাসানুজ্জামান বলেন, আমি খুবই গরীব ও ভূমিহীন মানুষ। সরকারী খাস জমিতে থাকি।

আমার ছেলে ত্বলহা মাদ্রাসায় লেখাপড়া করে। তার পড়ার এতটাই আগ্রহ বেতনা নদী ভেলায় করে পার হয়ে প্রতিদিন মাদ্রাসায় যায়।

পানিতে পড়ে গেলেও কখনও মাদ্রাসায় যাওয়া বন্ধ করতে চায়না। উদ্ভাবক মিজান ভাই ও তার অন্যান্য সহযোগী সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

সুনামগঞ্জের দিরাই শহরে পৌরসভার নতুন ভবনের উদ্বোধন

নৌকা হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাভারণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহবায়ক উজ্জ্বল হোসেন, সাংবাদিক সোহেল রানা,

আবু হাসান আকিব, নূর হোসেন আরিফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি আলমগীর হোসেন আবু ত্বলহার লেখাপড়া করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বস্ত করেন।

/ মোজাহো

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “যশোরের শার্শায় এক নৌকায় স্বপ্ন পূরণ সুমনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *