বেনাপোলে বন্দর শ্রমিকের বাড়ি থেকে ২০টি ককটেল জব্দ
বেনাপোলে বন্দর শ্রমিকের বাড়ি থেকে ২০টি ককটেল জব্দ করেছে বিজিবি।
যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত এক শ্রমিকের বাড়ি থেকে ২০টি তাজা ককটেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল স্থলবন্দরের ৫ নং গেটের সামনে অব্দুর রশিদের বাড়ি থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসী বলেন, এ বাড়ির দ্বিতীয় তালায় বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিকরা ভাড়া থাকে।
যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে দু’সহোদরের মৃত্যু
সকালে বিজিবি অভিযান চালিয়ে বাড়ি থেকে ২০ টি তাজা ককটেল জব্দ করেছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার শহিদ জানান,
বেনাপোলে বন্দর শ্রমিকের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বন্দরের পাঁচ নাম্বার গেটের সামনে
আব্দুর রশিদের বাড়ির দ্বিতীয় তলার টয়লেটের মধ্যে ককটেল রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে টয়লেটের মধ্যে থেকে ২০টি তাজা ককটেল জব্দ করা হয়েছে।
এ সময় সেখানে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরায় ২১০ বোতল ফেনসিডিলসহ বাপ-ছেলে আটক
জব্দকৃত ককটেল নিস্ক্রিয় করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
কে বা কারা কি উদ্দেশ্যে ওই বাড়িতে ককটেলগুলো রেখেছিল সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
Pingback: কালিয়ায় ডিশলাইনের তার কেটে দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ - দ্যা বাংলা ওয়াল
Pingback: সুনামগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে মেয়েকে তুলে নেয়ার ঘটনা - দ্যা বাংলা ওয়াল