শান্তি পুরষ্কারে ভূষিত সাদাত রহমান নড়াইলে ফিরেছেন
আর্ন্তজাতিক শিশু শান্তি পুরষ্কারে ভূষিত সাদাত রহমান নড়াইলে ফিরেছেন, বন্ধুসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা।
সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে ‘শিশুদের নোবেল খ্যাত আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কারে
ভূষিত কিশোর সাদাত রহমান নড়াইলে ফিরেছেন।
রংপুরের কাউনিয়া উপজেলার ৩য় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এ বছর ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ লাভ করেছে নড়াইলের সাদাত রহমান সাকিব।
তার সাফল্য কামনায় দোয়া ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ।
গত ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে এই পুরষ্কার লাভ করেন।
নোবেলজয়ী মালালা ইউসুফজাই শান্তি পুরষ্কারে ভূষিত বিজয়ী সাদাত রহমানের নাম ঘোষণা করেন।
গত ১৩ নভেম্বর শুক্রবার নেদারল্যান্ডসে সাদাত রহমানের হাতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই
ভারচুয়ালি ভাবে ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ তুলে দিয়েছেন।
এই কিশোর তার বন্ধুদের সহায়তায় ‘সাইবার টিনস’ মোবাইল অ্যাপ তৈরি করে ‘সাইবার অপরাধ’ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে।
এই অ্যাপের মাধ্যমে কিশোর-কিশোরীরা জানতে পারে কীভাবে ইন্টারনেট দুনিয়ায় সুরক্ষিত থাকা যায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট জালিয়াতি, গ্রেফতার
এদিকে সাদাতের এই ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ লাভ করায় আনন্দিত সবাই ।
আজ শনিবার বেলা ১১টায় তিনি নড়াইলে পৌছান। সাদাত রহমান প্রথমে নড়াইল প্রেসক্লাবে আসেন।
প্রেসক্লাবের পৌছানোর পর সাদাতকে নড়াইল প্রেসক্লাব ও নড়াইল আবদুল হাই সিটি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
নড়াইল প্রেসক্লাবের পক্ষে বরণ করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ প্রেসক্লাবের সদস্যবন্দ।
এসময় সঙ্গে ছিলেন সাদাতের পিতা মোঃ শাকায়াৎ রহমান, মা মোসাম্মৎ মলিনা বেগম ও নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ
মনিরুজ্জামান মল্লিক কলেজের শিক্ষকসহ সাদাতের বন্ধুরা।
এসময় সাদাত অনুভূতি ব্যক্তকালে বলেন, ৪২টি দেশের ১৪২ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশের সম্মান বয়ে আনতে পেরে ভীষণ ভাল লাগছে।
পুরষ্কারের সমূদয় অর্থ দেশে শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যয় করা হবে।
আগামীতে আরো ভাল কিছু করার ইচ্ছা রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।