সমাজ সেবক সম্মাননা স্মারক পেলেন উদ্ভাবক মিজান
সমাজ সেবক সম্মাননা স্মারক পেলেন উদ্ভাবক মিজান। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের ঝুলিতে আবারো একটি সম্মাননা স্মারক জমা হয়েছে।
নিজের একমাত্র চিলেকোঠার দেয়ালে সেটি ঝুলছে অন্যান্য সম্মাননা স্মারক ও নানান রকম পুরস্কারের সাথে।
সোমবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ সেরা সমাজ সেবক হিসেবে সম্মাননা স্মারকে ভূষিত হন তিনি।
সমাজ সেবক সম্মাননা স্মারকটি তার হাতে তুলে দেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মো: আবেদ আলী।
শার্শায় ব্র্যাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির আলোচনা
পাশাপাশি যশোর জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য দায়িত্বও দেয়া হয় তাকে।
করোনাকালিন সময় থেকে শুরু করে দীর্ঘ নয় মাস ধরে বিভিন্ন সামাজিক ও মানব সেবায় কাজ করে যাচ্ছেন যশোরের শার্শার মেকানিক দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান ।
বৃক্ষ রোপন, চারা বিতরণ, মাষ্ক বিতরণ, খাবার বিতরণের সাথে সাথে মাদরাসা ও এতিমখানায় আল-কোরআন বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।
বিআইইএ এর শাহজাদপুর ইউনিটের পূর্নাঙ্গ কমিটি গঠন
ধারাবাহিক ভাবে অব্যাহত রাখা এতো কাজের জন্যই সম্প্রতি পেয়েছেন গুণিজন সম্মাননা। দুটি স্মারক নিজের ঘরে তুলে নিলেন দেশ সেরা এই উদ্ভাবক।
উদ্ভাবক মিজান বলেন, খারাপ কাজে খারাপ ফল আর ভাল কাজের ভাল ফল।
সে ফল ইতোমধ্যে পেতে শুরু করেছি। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আমার ভাল কাজের যে সম্মানা দিয়েছে আমি সার্কের কাছে এবং
সকল শুভানুধ্যায়ীদের কাছে চির কৃতজ্ঞ। সকল শ্রেণি পেশার মানুষের কাছে আমি দোয়া কামনা করছি।
জীবনকে শেষকাল পর্যন্ত যেন মানুষের ও সমাজের কল্যাণে এভাবেই কাজ করে যেতে পারি।
Pingback: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন রোগী - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩টি বোমা উদ্ধার - দ্যা বাংলা ওয়াল