দেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

২৪ ডিভিশনের জিওসি মানিকছড়ি ফাউন্ডেশন পরিদর্শন

খাগড়াছড়ি প্রতিনিধি: মানিকছড়ি মং সার্কেল দ্বাদশ মং রাজা বীর মুক্তিযোদ্ধা মং প্রূ সাইন বাহাদুর ফাউন্ডেশন পরিদর্শন করেলেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ।

খাগড়াছড়ির মানিকছড়িতে ৫ শত বছরের পুরনো মং রাজপরিবারের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা দ্বাদশ মং রাজা মং প্রূ সাইন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যাগে

উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে অনুদান এবং শীতার্ত গরীবের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

নড়াইলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

এসময় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধের সময় রাজা মংপ্রু সাইন বাহাদুরের যে ভূমিকা ছিলো, যে অবদান ছিলো তা অস্বীকার করার কোন সুযোগ নেই।

তিনি অন্য দুই রাজার মত শত্রুবাহিনীর সাথে হাত না মিলিয়ে দেশ রক্ষায় ঝাপিয়ে পড়েছেন।

বিজয়ের মাসে তার আত্মার শান্তি কামনা করে মং রাজার ফাউন্ডেশনের জন্যে ৫ লক্ষ এবং

রাজ বাড়ি বিহারের অতিথি শালার জন্য এক লক্ষ টাকা প্রধান করেন প্রধান অতিধি।

রংপুর মেট্রোপলিটন এলাকায় ২৬ টি সিসি ক্যামেরা উদ্বোধন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান,

২৪ পদাতিক ডিভিশন সদর দপ্তরের জিএসও-১ কর্ণেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী,

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান’সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে রাজবাড়ী পরিদর্শন শেষে মং রাজপরিবারের বৌদ্ধ মন্দির/কিয়াং ঘর পরিদর্শন করেন এরিয়া কমান্ডার।

২৪ ডিভিশনের জিওসি পরে ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

/ মোঃ আরিফুল ইসলাম

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *