আন্তর্জাতিকশিরোনামসর্বশেষসব খবর

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে চলমান প্রায় দুই দশকের যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হলেন। তিনি ১০০তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

আজ নরওয়ের রাজধানী অসলোতে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে অ্যাবি আহমেদের নাম ঘোষণা করা হয়। তার উদ্যোগে গত বছর ইথিওপিয়া ও ইরিত্রিয়ার যুদ্ধ বন্ধের চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাব্য ব্যক্তি হিসেবে মোট ৩০১ জনের লম্বা তালিকা তৈরি হয়েছিলো। যার মধ্যে ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি সংস্থা বা প্রতিষ্ঠানের নাম ছিলো। সবাইকে পেছনে ফেলে বিজয়ী হিসেবে সামনে চলে এসেছে অ্যাবি আহমেদের নাম।

অ্যাবি আহমেদের পুরো নাম অ্যাবি আহিমাদ আলী। ১৯৭৬ সালের ১৫ আগস্ট তিনি ইথিওপিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ইথিওপিয়ান পিপল’স রিভোলিউশনারি ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *