বিশেষ প্রতিবেদনরাজনীতিশিরোনামসব খবরসর্বশেষ

নবীগঞ্জ নির্বাচনে শিক্ষায় রাহেল, অর্থে ছাবির, ব্যবসায় সুমন

নবীগঞ্জ পৌর নির্বাচনে হলফনামা, শিক্ষায় রাহেল; অর্থে ছাবির, ব্যবসায় সুমন।

আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হবে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচন। ইতোমধ্যেই পৌর নির্বাচনের দামামা বেজে উঠেছে।

মনোনয়নপত্র জমা দিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীরই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে।

এবারের আসরে প্রতিদ্বন্দ্বী ৩ জনই অবস্থানগতভাবে বেশ শক্তিশালী।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর হলফনামা থেকে জানাগেছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী শিক্ষাগত যোগ্যতায় সর্বোচ্চ।

অর্থসম্পদ, ঋণ, মামলা ও আয়ের দিক থেকে এগিয়ে রয়েছেন বর্তমান মেয়র বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী।

স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন এর রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। হলফনামা অনুযায়ী, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরীর হলফনামায়

শিক্ষাগত যোগ্যতা রয়েছে ‘বি.এস.এস’ (পাস) আর বর্তমান মেয়র বিএনপির মনোনিত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী ‘স্বাক্ষরজ্ঞান সম্পন্ন’ বলে উল্লেখ করেছেন।

অপর স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম এর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ‘এস.এস.সি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত যাচাই-বাচাই শেষে মেয়র পদে এবার ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও

সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নবীগঞ্জ নির্বাচনে শিক্ষায় তারা হলফনামায় আয়-ব্যয়, সম্পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতাসহ বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনে দাখিল করেছেন।

প্রত্যেক প্রার্থীই নোটারি পাবলিক করে তাদের সকল তথ্য দিয়ে হলফনামা দাখিল করেছেন নির্বাচন কমিশনে।

স্থলবন্দর এমপ্লয়ীজ ইউনিয়নের তুহিন আর নেই

বিএনপির প্রার্থীঃ
নবীগঞ্জ নির্বাচনে শিক্ষায় হলফনামা সূত্রে জানা যায়, বর্তমান মেয়র ও বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী

হলফনামায় নিজেকে ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন। তিনি বর্তমানে ৩টি মামলার আসামী। এর মধ্যে ৩টি মামলাই বিচারাধীন।

অতীতে আরো ৩টি মামলার আসামী ছিলেন। এর মধ্যে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ আইনের মামলায় খালাস পেয়েছেন,

দূর্নীতি দমন কমিশনের একটি মামলায় অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশনার কর্তৃক পরিসমাপ্ত, জিআর এক মামলায়ও অব্যাহতি প্রাপ্ত হিসেবে উল্লেখ করেছেন।

ব্যবসা: তার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে মেসার্স চৌধুরী আটো রাইছ মিল, নবীগঞ্জের বাউসা ইউনিয়নে শান্তিপুর এগ্রো ডেভেলপামেন্ট লিঃ ও

সিলেট উপশহরে ভিলাক ফারপিউমস্ লিঃ নামের ব্যবসা প্রতিষ্টান রয়েছে। আয় ঃ এ ৩ ব্যবসা থেকে ছাবির আহমেদের প্রতি বছরের আয় ৩ লক্ষ ৬২ হাজার ২ শত ৫০ টাকা।

কৃষি খাতে আয় ৩৫ হাজার টাকা। পৌর মেয়র হিসেবে বার্ষিক সম্মানী ভাতা পান ৬ লক্ষ ৬০ হাজার টাকা।

অস্থাবর সম্পদ: হলফনামায় উল্লেখ করেছেন ছাবির আহমদের নগদ টাকা আছে ৬ লক্ষ ৫০ হাজার টাকা। স্ত্রীর আছে ১ লক্ষ ৫০ হাজার টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা আছে ৫০ হাজার টাকা ও স্ত্রীর নামে আছে ২০ হাজার টাকা।

নিজের নামে স্বর্ণ আছে ১ ভরি ও স্ত্রীর নামে আছে ১৫ ভরি এবং নির্ভরশীলের নামে আছে ৩ ভরি।

নিজের নামে ২টি মোবাইল ফোন ছাড়া কোন ইলেকট্রনিক্স সামগ্রী না থাকলেও স্ত্রীর নামে আছে- ১টি টিভি, ১টি ফ্রিজ, ২টি মোবাইল ফোন।

আসবাবপত্র নিজের নামে আছে ১টি খাট, ১টি সোফা সেট, ১টি ডাইনিং টেবিল, ৮ টি চেয়ার। স্ত্রীর নামে আছে ১টি খাট, ১টি ড্রেসিং টেবিল ও ১টি আলমিরা।

স্থাবর সম্পদ: কৃষি জমি নিজের নামে আছে ৬৫২ শতক, স্ত্রীর নামে ১৮২.৫০ শতক। অকৃষি নিজের নামে ১২৫০ শতক, স্ত্রীর নামে ১২৭ শতক।

ঋণ: আইডিএলসি ফাইনান্স লিঃ হবিগঞ্জ শাখায় একক ঋণের পরিমান ৯৯ লক্ষ টাকা, এনসিসি ব্যাংক নবীগঞ্জ শাখায় ঋণ ৯০ লক্ষ টাকা।

এ ছাড়াও কৃষি ব্যাক নবীগঞ্জ শাখায় ছাবির আহমদের ঋণের পরিমাণ ৫ কোটি টাকা।

আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামেরমরহুম মোঃ কবির মিয়া চৌধুরীর ছেলে।

যশোরের শার্শায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে গ্রেপ্তার-২

আওয়ামী লীগের প্রার্থী:
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল রাহেল চৌধুরী হলফনামায় নিজেকে ব্যবসায়ী ও ঠিকাদার হিসেবে উল্লেখ করেছেন।

তিনি কোন মামলার আসামী নন। হলফনামায় শিক্ষাগত যোগ্যতা ‘বি.এস.এস’ (পাস) বলে উল্লেখ করেছেন।

আয়: গোলাম রসূল রাহেল চৌধুরীর কাইন্ট বিজন্সেস থেকে বাৎসরিক আয় ৪ লক্ষ টাকা।

অস্থাবর সম্পদ: নগদ আছে ৫০ হাজার টাকা, স্ত্রীর আছে ৫০ ভরি স্বর্ণ। ঘরে ইলেকট্রনিক্স সামগ্রী আছে- রঙ্গিন টিভি, ফ্রিজ, ফ্যান, মোবাইল ইত্যাদি।

স্ত্রীর আছে একটি মোবাইল ফোন।

স্থাবর সম্পদ: তার নিজের নামে কোন জমি নেই। যৌথ মালিকানাধীন কৃষি জমি আছে ৪০ একর।

দালান/আবাসিক ও বাণিজ্যিক ভূমি আছে ২ একর। গোলাম রসূল রাহেল চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোড, শান্তিপাড়ার হাজী গোলাম রব্বানী চৌধুরীর ছেলে।

চট্টগ্রামে বায়েজিদ থানায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

স্বতন্ত্র প্রার্থী:
স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুবুল আলম সুমন। তিনি নবীগঞ্জ উপজেলা মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি। কোন মামলার আসামী নন। পেশা উল্লেখ করেছেন ব্যবসা।

তিনি নবীগঞ্জ হাসপাতাল সড়কে অবস্থিত ‘নবীগঞ্জ ডিজিটাল ল্যাব’ এর পরিচালক।

আয়: মাহবুবুল আলম সুমন এর ব্যবসা থেকে বাৎসরিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

অস্থাবর সম্পদ: নগদ আছে ১ লক্ষ ১১ হাজার টাকা, স্ত্রীর আছে ১৫ ভরি স্বর্ণ। নির্ভরশীলের নামে আছে ৫ ভরি স্বর্ণ ।

নিজ নামে ঘরে ইলেকট্রনিক্স সামগ্রী আছে রঙ্গিন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফার্নিচার ইত্যাদি।

স্থাবর সম্পদ: তার নিজের নামে কোন জমি নেই। যৌথ মালিকানাধীন আছে ২৩.৫১ একর। বাড়ি ও এপার্টমেন্ট ০.১৫ একর।

মাহবুবুল আলম সুমন নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মতলিব এর ছেলে।

/ মোঃ সেলিম উদ্দিন

www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Selim Uddin মোঃ সেলিম উদ্দিন গ্রাম- বাজকাশারা, ডাকঘর- নবীগঞ্জ ৩৩৭০, নবীগঞ্জ, হবিগঞ্জ মোবাইল: 01711460048 ইমেইল: selimahmedpress18gmail.com এন আইডি নাম্বার :- ৩৬১৭৭৭৩৬৭৫৫১৩। রক্তের গ্রুপ :- O, positive SSC বর্তমানে স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময় www.dailyshomoy.com স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক দেশের কণ্ঠ সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ পত্রিকায় নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি এছাড়াও An Tv (আলোকিত নিউজ টিভি), দৈনিক পত্রিকা, দৈনিক মুক্তপ্রকাশ, জেকে টিভি'র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে কাজ করছি এসএনবি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে কাজ করছি

One thought on “নবীগঞ্জ নির্বাচনে শিক্ষায় রাহেল, অর্থে ছাবির, ব্যবসায় সুমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *