সাতক্ষীরায় মোটর সাইকেল চাপায় নিহত ছাত্র
সাতক্ষীরায় মোটর সাইকেল চাপায় নিহত ছাত্র।
সাতক্ষীরার কালিগঞ্জে নিজের মোটর সাইকেলের নিচে চাপা পড়ে প্রাণ হারালো আমিনুর রহমান সজিব (১৬) নামে এক মাদরাসা ছাত্র।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি সিদ্ধিরপুকুর এলাকায়।
নিহত সজিব উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাদপুর গ্রামের আলহাজ্জ্ব আনিছুর রহমানের ছেলে এবং
শ্যামনগর উপজেলার জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, আনিছুর রহমান সজিব পাশ্ববর্তী চৌবাড়িয়ায় বোনের বাড়ি থেকে মোটর সাইকেলে দ্রুতগতিতে নিজ বাড়িতে ফিরছিলেন।
বাগবাটি সিদ্ধিরপুকুর মোড় নামক স্থানে পৌছালে একটি ট্রলি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাছের ঘেরে পড়ে পানির মধ্যে নিজের মোটরসাইকেলে চাপা পড়ে সে।
এলাকাবাসী উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরায় মোটর সাইকেল চাপায় খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সঞ্জিব সমাদ্দার ঘটনাস্থলে যেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।




Pingback: সোনারগাঁয়ে ফ্রন্ট লাইন কর্মকর্তাদের ভ্যাকসিন প্রয়োগ শুরু - দ্যা বাংলা ওয়াল