নোয়াখালী চাটখিলে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা স্বামী আটক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী চাটখিলে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক।
নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ কোহিনুর আক্তার (২৫), নামে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
এর আগে, সে পারিবারিক কলহের জেরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজ্জাকপুর ইউনিয়নের বেপারী বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সে একই বাড়ির ইয়াকুব হোসেন মোহনের (৩২), স্ত্রী। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে।
বাহুবলে গাঁজা সেবনের অপরাধে বৃদ্ধের জেল
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কহিনুর আক্তার ২ সন্তানের জননী ছিল। শাশুড়ির সাথে পারিবারিক কলহের জেরে তার প্রায় ঝগড়া বিবাদ লাগত।
শাশুড়ির সাথে দ্বন্দ্বের জেরে সে যৌথ পরিবার থেকে পৃথক হয়ে যাওয়ার জন্য স্বামীকে চাপ প্রয়োগ করে।
নোয়াখালী চাটখিলে ফাঁস দিয়ে স্বামী তার মায়ের সাথে থেকে পৃথক হোতে অসম্মতি জানায়।
এক পর্যায়ে রোববার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
পোরশার জনসাধারণের দাবী রাস্তার কাজ যত দ্রুত সম্পন্ন হোক
পরে তার স্বামী বাজার থেকে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তবে নিহতের স্বজনদের অভিযোগ নিহতের স্বামী মোহন তাকে হত্যা করেছে।চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,
পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।
ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।


Pingback: সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাটা শ্রমিকের আত্মহত্যা - দ্যা বাংলা ওয়াল