নোয়াখালীতে অবৈধভাবে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে অবৈধভাবে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি।
অবৈধভাবে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার সময় নোয়াখালীর মাইজদী পৌর এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম রাহী। তিনি সদর উপজেলার মোল্লা কাঠপট্টির লিটনের ছেলে।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আটক করা হয়।
বিড়ি কয়লা চুনাপাথরসহ ঠেলাগাড়ী আটক : সুনামগঞ্জ বিজিবি
জানা গেছে, মাইজদী পৌর এলাকায় সকাল থেকেই প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিল রাহী।
নোয়াখালীতে অবৈধভাবে প্রকাশ্যে এ সময় স্থানীয়রা তাকে বাধা দিলেও তিনি তার বিক্রি বন্ধ করতে রাজি হননি।
এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে এক যুবক পুলিশের সহায়তা চান।
রংপুরে কৃষকের ধান কাটতে শিশু কিশোর পরিষদ নেতাকর্মীরা
পরে খবর পেয়ে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে শিয়ালের মাংসসহ তাকে আটক করে পুলিশ।
এ প্রসঙ্গে সুধারম থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, আটক আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


Pingback: নোয়াখালী সোনাইমুড়ীতে কিশোরীকে গণধর্ষণে থানায় মামলা - দ্যা বাংলা ওয়াল
Pingback: কাপাসিয়ায় নিয়ম না মেনে মাংস বিক্রির দায়ে জরিমানা - দ্যা বাংলা ওয়াল