রংপুরে শিশুর হাতে নতুন জামা তুলে দিলেন স্বেচ্ছাসেবক লীগ
রংপুর অফিস: রংপুরে এক হাজার শিশুর হাতে নতুন জামা তুলে দিলেন স্বেচ্ছাসেবকলীগ।
রংপুরে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়ে এক হাজার অসহায় কোমল মতি শিশুর মুখে হাসি ফোটালেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ।
মঙ্গলবার (১১ মে) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে আসা
এক থেকে দশ বছর বয়সী কোমলমতী হাজার শিশুর মাঝে নতুন জামা তুলে দেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন।
শিশুদের মাঝে নতুন জামা বিতরণকালে রমজান আলী তুহিন রাইজিংবিডিকে জানান,
বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেশের যেকোন পরিস্থিতিতে এগিয়ে এসে কাজ করে যাচ্ছে।
করোনার এই সময়ে আমরা মহানগর স্বেচ্ছাসেবক লীগ রংপু্র নগরে মাস্ক বিতরণসহ
কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, স্বাস্থ্য সচেতনতায় মাইকিং করে আসছি।
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ আমরা এক হাজার কোমলমতী শিশুর মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা তুলে দিয়েছি।
রংপুরে শিশুর হাতে নতুন জামা এছাড়াও নগরীর বিভিন্ন পথে ঘাটে ও প্রত্যন্ত এলাকায় অসহায় শিশুসহ দুঃস্থ পরিবারের মাঝে
খাদ্য সহায়তা, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হবে বলেও জানান তিনি।
বাড়ি ফিরতে বেপরোয়া মানুষ ঝুঁকি নিয়ে ছুটছেন গ্রামে
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম রনি, ফজলুল করিম টুটু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন,
মোতাকাব্বের হোসেন বাপন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Pingback: পোরশা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা চেয়ারম্যানের - দ্যা বাংলা ওয়াল