টাঙ্গাইলের নাগরপুরে মধ্যরাতে রান্না ঘরে আগুন
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার সদর ইউনিয়নের হরিভক্তপাড়ার হারুন চেয়ারম্যানের বাড়ির রান্না ঘরে গত মধ্যরাতে আগুন লেগে যায়।
গয়হাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন বাসার রান্না ঘরে গত মধ্য রাত বুধবার ১২ মে আনুমানিক ১২.৪৫ মিনিটের সময় আগুন ধরে যায়।
খবর পেয়ে আগুন নেভাতে নাগরপুর উপজেলার ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
মাইক্রোবাসের সাথে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২ আহত ৪
নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের হরিভক্তপাড়ার রাস্তা গাড়ি চলাচলের মত প্রসস্থ না হওয়ায়,
ফায়ার সার্ভিসের গাড়ি দূরে রেখে ফায়ার সার্ভিসের কর্মীদের পানি টেনে কাজ করতে হয়েছে।
পাবনা সদরে বিদেশি রিভলবার গুলি ও চাকুসহ গ্রেফতার
সব মিলিয়ে আগুন পুরোপুরি নেভাতে প্রায় ১ ঘন্টা সময় লেগে যায়।
নাগরপুর উপজেলার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মেহেদী হাসানের ধারনা, খরির চুলা থেকে হয়তো সূত্রপাত হয়েছিলো এ আগুনের।
টাঙ্গাইলের নাগরপুরে মধ্যরাতে এ ঘটনায় আনুমানিক ১ লাখ টাকার মালপত্র পুড়ে গিয়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

