দেবহাটায় স্ত্রী বাড়িতে না ফেরায় স্বামীর আত্মহত্যা
দেবহাটায় স্ত্রী বাড়িতে না ফেরায় স্বামীর আত্মহত্যা।
সাতক্ষীরার দেবহাটায় বিয়ের একমাসের মধ্যেই স্ত্রী’র সাথে অভিমান করে আশিক মন্ডল (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে উপজেলার পাটনীপাড়া এলাকার গফুর মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ মে) দুপুরে কুলিয়া পাটনীপাড়া এলাকায়।
পাটনীপাড়া ঈদগাহের বটগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, প্রায় একমাস আগে পাশ্ববর্তী গুচ্ছগ্রামের আবুল হোসেনের মেয়ে জেসমিন’র (১৮) সাথে বিয়ে হয় আশিকের।
দাম্পত্য জীবনের প্রথম কয়েকদিন তাদের মধ্যে সুসম্পর্ক থাকলেও গত ৮-১০ দিন আগে জেসমিন তার বাবার বাড়ীতে চলে যায়।
সীমান্ত দিয়ে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে
কয়েকদিন ধরে আশিক তার স্ত্রীকে ফেরত এনে দেয়ার জন্য পরিবারের সদস্যদের কাছে আকুতি করে আসছিল।
একইসাথে জেসমিনকে না পেলে সে আত্মহত্যা করবে বলেও জানিয়েছিল তার পরিবারের সদস্যদের।
স্থানীয় ইউপি সদস্য রওনাক উল ইসলাম রিপন বলেন, কয়েকদিন সে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের কাঝে ধর্ণা দিচ্ছিল।
সোমবার সকালে বেশ কয়েকজন জেসমিনকে ফিরিয়ে আনতে তার বাবার বাড়িতে গেলে জেসমিনের আত্মীয় স্বজনরা
তাদের মেয়েকে আর আশিকের বাড়িতে পাঠাবেনা বলে জানিয়ে দেয়।
শাহজাদপুরের বিদ্যালয়ে ইউনিক আইডি ফরম পূরণে অনিয়ম
দেবহাটায় স্ত্রী বাড়িতে না ফেরায় সম্ভবত এঘটনার করনেই দুপুর দুটোর দিকে বাড়ির পাশ্ববর্তী ঈদগাহের বটগাছে ঝুলে সে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, স্থানীয়রা বটগাছের সাথে মরদেহটি ঝুলে থাকতে দেখে
থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: যশোর হাসপাতালের সাইকেল গ্যারেজ আঞ্জুয়ারাকে বরাদ্দ - দ্যা বাংলা ওয়াল