দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে মতবিনিময় সভা

ভারত ফেরত বাংলাদেশীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে মতবিনিময় সভা।

ভারতে করোনা মহামারি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার কারনে সরকার গত ২৬ এপ্রিল ভারত গমনে নিষেধাজ্ঞা জারী করে

সেই সাথে ভারতীয় যাত্রীদের বাংলাদেশে প্রবেশেও একই পদক্ষেপ নেয়।

অন্যদিকে যে সব আটকে পড়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ভারত থেকে দেশে ফিরবে তাদের প্রাতিষ্টানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেন।

তারই ধারাবহিকতায় এক মাস পুর্তিতে বুধবার (২৬ মে) ৬ টার সময় বেনাপোলে ভারত ফেরত বাংলাদেশী পাসপোর্টযাত্রীদের

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিকদের সাথে প্রধান অতিথি হিসেবে মত বিনিময় করেন

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি।

বেনাপোল স্থল বন্দর এর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে

মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোঃ তজিমুল ইসলাম খান।

ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

মত বিনিময় সভায় বিভিন্ন বক্তরা বলেন, ভারত থেকে ফেরত আসা যাত্রীদের নিয়ে উন্মুক্ত আলোচনা ও সকল ফেরত যাত্রীদের সন্মানের সাথে গ্রহন করতে হবে।

তাদের থাকার ব্যবস্থাাসহ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

ফেরত আসা যাত্রীদের সেবা নিশ্চিত করতে যে সকল সরকারী কর্মকর্তা কর্মচারী ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সহযোগিতা করতে হবে।

এছাড়া ফেরত আসা যাত্রীদের সেবার মান বৃদ্ধির জন্য জনবল সংকটের কথাও উঠে আসে।

ভারত ফেরত যাত্রীদের পাশাপাশি আলোচনায় উঠে আসে ভারতীয় ট্রাক ড্রাইভারদের অবাধে চলাচল।

প্রতিদিন ভারত থেকে আমদানি পণ্য পরিবহনের সাথে ৬ থেকে ৭ শত চালক ও হেলপার বাংলাদেশে প্রবেশ করে।

তারা পণ্য আনলোড করা পর্যন্ত দুই দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত বন্দর এলাকায় থেকে ঘোরাফেরা করে।

তাদের স্বাস্থ্য বিধি মানার কোন বালাই নেই।

এসকল চালক ও হেলপাররা বেনাপোল বাজার ও বন্দর এলাকায় যত্র তত্র বাজার করা দোকান থেকে চা পান ও

ধুমপান করাসহ নানা কাজের অজুহাতে ঘোরাফেরা করে থাকে। এতে বন্দরে নিযুক্ত প্রায় দুই হাজার শ্রমিক,

কয়েক হাজার সিএন্ডএফ ট্রান্সপোর্ট কর্মচারী কর্মকর্তারাও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন জানান, ভারত থেকে যে ট্রাকগুলো

বেনাপোল বন্দরে আসে সেইসব ট্রাকের ড্রাইভার হেলপারদের গতিবিধি কি ভাবে আরো নিয়ন্ত্রিত করা যায়,

আমাদের দেশের ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা যে কাজগুলো করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সকলের কি ভাবে টিকার আওতায় আনা যায়

সেটা নিয়ে আলোচনা হয়েছে। ছোট খাট যে সব ঘাটতি ছিল এই সভার পর সেগুলি আর থাকবে না।

নওগাঁয় ৫ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার করেছে র‌্যাব

তিনি বলেন, আমরা খুবই আশ^স্ত সারাদেশের মানুষ যে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করেছিল ভারতীয় ভেরিয়েন্ট এসে সবাইকে

স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিবে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করায় সারাদেশের মানুষকে আশ^স্ত করছি বেনাপোল ও

দর্শনা সীমান্ত দিয়ে যে ৫/৬ হাজার পাসপোর্টযাত্রী বাংলাদেশে এসেছেন এবং যারা আসবেন তাদের মাধ্যমে ভারতের

ভেরিয়েন্ট বা অন্যান্য ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ার কোন আশংকা নেই।

তিনি সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে বলেন,

আমাদের সকলের প্রচেষ্ঠায় করোনা মহামারিকে প্রতিরোধ করতে হবে স্বাস্থ্য বিধি মেনে।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে সেই সাথে মাস্ক নিশ্চিত এবং জনগনকে সচেতনতায় উদ্ভুদ্ধ করারও আহবান জানান।

দেশের স্বার্থ রক্ষায় সকল সচেতন নাগরিককে করোনা মোকাবেলায় এগিয়ে আসার জন্যও অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিল বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান, যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার আবু শাহিন,

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: সেলিম রেজা, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার,

বেনাপোল স্থলবন্দর ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আব্দুল জলিল, উপ- পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার,

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা, শার্শা সহকারী কমিশনার ( ভুমি) রাসনা শারমিন মিথি,

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউছুফ আলী,

বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান, ইমিগ্রেশন ওসি (তদন্ত) মুজিবুর রহমান প্রমুখ।

/ মোঃ জামাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে মতবিনিময় সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *