নড়াইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক
নড়াইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা আটক।
নড়াইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা লিজন খন্দকার (৪০) কে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
লিজন খন্দকারের বাড়ি সদর উপজেলার সাধুখালী গ্রামে।
যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম পুলিশ: আইজিপি
পুলিশ ও ধষর্ণের শিকার ওই কিশোরী জানান, তার মা স্বপ্না বেগম আগের স্বামী ইউনুস শেখের সাথে
সম্পর্ক ছিন্ন করে লিজন খন্দকারকে বিয়ে করে একসাথে বসবাস করে।
সেই সুবাদে লিজান তার পালিত মেয়েকে প্রায়ই ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে।
সংবাদ সম্মেলন করায় আসামি করা হয়েছে সংবাদকর্মীকে
সর্বশেষ গত ২৫ মে তাকে (ওই কিশোরীকে) তার পালিত পিতা ধর্ষণ করে।
এ ব্যাপরে ধর্ষণের শিকার ওই কিশোরী নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৪১, তাং-৩১/০৫/২১) করেছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নোয়াখালীতে আবারও বাড়িভিত্তিক লকডাউন শুরু - দ্যা বাংলা ওয়াল