নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে এক সপ্তাহের বিশেষ লকডাউন
নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে এক সপ্তাহের বিশেষ লকডাউন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বৃহস্পতিবার ৩ জুন থেকে আগামী ৯ জুন পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এসময় নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলা অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
চারঘাটে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ
আজ বুধবার ২ মে দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ এ লকডাউন ঘোষণা করেন।
গণপরিবহণ বন্ধসহ ১৫ দফা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে সংবাদ সম্মেলনে।
জেলা প্রশাসক জানান, লকডাউনের সময় কাঁচাবাজারে সকাল সাতটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা করা যাবে।
দোকান, হাট-বাজার, শপিং-মল, সিনেমা হল, ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দুধ ও টি-শার্ট বিতরণ
এসময় খোলা থাকবে ঔষুধের দোকান। তবে, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরী পরিসেবা ও পণ্যবাহী পরিবহণ চালু থাকবে।
সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই লকডাউন দেওয়া হয়।
ওই বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া এবং সিভিল সার্জন ডা. আবু হানিফ প্রমূখ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সাতক্ষীরায় আটদিনের নবজাতককে হত্যা করল মা - দ্যা বাংলা ওয়াল
Pingback: ঈশ্বরদীতে আলোচিত কাপড় ব্যবসায়ী হত্যা রহস্য উদঘাটন - দ্যা বাংলা ওয়াল