নড়াইলের লোহাগড়ায় করোনায় এক নারীর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু।
নড়াইলের লোহাগড়ায় করোনায় আক্রান্ত হয়ে পারভীন আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার সদরের ল²ীপাশার সৌদিপ্রবাসী শাহাবুর রহমানের স্ত্রী।
রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর তিনটি পুত্র। তারা পড়াশোনা করে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিপন কুমার ঘোষ জানান,
গত ১২ জুন ওই নারী অসুস্থতা নিয়ে হাসপাতালে এসেছিলেন।
রংপুরে চীন থেকে আসা সিনোফার্মের করোনা টিকা দেয়া শুরু
তখন তাঁর পরীক্ষা করে করোনা শনাক্ত হয়। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
এ নিয়ে গত বছর ১০ মার্চ থেকে এ পর্যন্ত এ উপজেলায় করোনায় ১০ জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ৭৮৪।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নওগাঁর পোরশায় দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছে আরও ৭১ টি পরিবার - দ্যা বাংলা ওয়াল