প্রধানমন্ত্রীর উপহার পেলেন নওগাঁর পাঁচশ’ গৃহহীন পরিবার
প্রধানমন্ত্রীর উপহার পেলেন নওগাঁর পাঁচশ’ গৃহহীন পরিবার।
নওগাঁয় দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ৫০২টি বাড়ি পেয়েছেন এই জেলার গৃহহীন ও ভূমিহীন পরিবার।
রোববার ২০ জুন দুপুরে জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে ৫০২ জন
পরিবারগুলোর মধ্যে ঘরগুলোর কাগজপত্র ও চাবি হস্তান্তর করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ এই দর্শনকে সামনে রেখে নওগাঁ জেলায়
ভূমিহীন ও গৃহহীন (ক ও খ শ্রেণিভুক্ত) ৮ হাজার ৪৯৩ পরিবারের তালিকা করা হয়।
এর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৫৬ টি পরিবারকে দুই শতক খাস জমি বন্দোবস্তপূর্বক গৃহনিমার্ণ করে হস্তান্তর করা হয়েছে।
যশোরের শার্শায় গাঁজাসহ গ্রেপ্তার-২
আর দ্বিতীয় পর্যায়ে একই প্রক্রিয়ায় ২শতক করে খাসজমি বন্দোবস্তসহ ৫০২টি গৃহ নিমার্ণ করা হয়েছে।
আর আজ প্রধানমন্ত্রী উদ্বোধনের পর একযোগে উপহার হিসেবে আমরা প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি ও জমির বন্দোবস্তের কাগজ হস্তান্তর করছি।
তিনি আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায়
গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১১টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি ঘর হস্তান্তর করা হয়।
এর মধ্যে- সদরে ১০টি, বদলগাছীতে ৯টি, মহাদেবপুরে ৭৬টি, আত্রাইয়ে ১০টি, রাণীনগরে ৩৩টি, মান্দায় ২১টি,
পত্নীতলায় ১১৭টি, ধামইরহাটে ২০টি, পোরশায় ৭১টি, নিয়ামতপুরে ৭৫টি এবং সাপাহারে ৬০টি ঘর রয়েছে।
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় ৩ জন নিহত
তিনি বলেন, প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা। প্রতিটি গৃহ একই ধরনের।
প্রধানমন্ত্রীর উপহার পেলেন যেখানে দুইটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা আছে।
এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।
তবে, প্রতিটি বাড়ি নির্মাণে ১ লাখ ৯৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন চিশতি,
নওগাঁ সিভিল সার্জন এবিএম আবু হানিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন,
সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশিদ এবং জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



