এডিস মশার সংক্রমণ সচেতনামূলক কার্যক্রম উদ্বোধন

বর্ষার মৌসুমে এডিস মশার উপদ্রব ও সংক্রমণ সচেতনামূলক কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান।
এই কার্যক্রম সফল করতে সার্বিক সহযোগিতা দিচ্ছে পাবনা জেলা পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ড চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।
এসময় ফগার মেশিন দিয়ে জীবানুনাশক স্প্রে করা হয়।
ফুলবাড়ীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
দেশব্যাপী করোনা সংক্রমের পাশাপাশি বর্ষার এই মৌসুমে এডিস মশার উপদ্রব ও সংক্রমণ বেড়ে যাওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণ ও নিধন কার্যক্রমের অংশ হিসাবে
পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিধক জিবানু নাশক স্প্রের কার্যক্রম হাতে নিয়েছে জেলার এক দল সেচ্ছাসেবক কর্মীরা।
উল্লেখ্য, পাবনার প্রায় ১২টি স্বেচ্ছাসেবামূলক সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে পর্যায়ক্রমে অংশগ্রহণ করছে।
প্রতিদিন একটি করে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ, জরিমানা
এডিস মশার সংক্রমণ পাশাপাশি এডিস মশা বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারনা চালাবে বলে জানা যায়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম,
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৌকত আফরোজ আসাদসহ
জেলা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ও সেচ্ছাসেবক পরিবারের অর্ধশত সদস্যরা।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: রাসিকের ১৪নং ওয়ার্ডে করোনার টিকা নিলেই ফল ও জুস - দ্যা বাংলা ওয়াল