আন্তর্জাতিকশিরোনামসর্বশেষসব খবর

হামলার মতো ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজের জবাব আমেরিকা পাবে: ইরান

তেহরান ও বাগদাদ: প্রথমে ইরানি সীমান্তরক্ষীরা মার্কিন ড্রোন বিদ্ধস্ত করেছিল। ফেলে আসা বছরে সেই নিয়ে তীব্র বাদানুবাদ ও হুমকি দেওয়ার কাজেই লিপ্ত ছিল আমেরিকা ও ইরান।

এবার কি যুদ্ধের পরিস্থিতি ? অন্তত পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন সেনার অবস্থান সেই দিকটির ইঙ্গিত করছে।

মার্কিন হামলায় দুই শীর্ষ ইরানি কমান্ডারের মৃত্যু ও ইরাকের রাজধানী বাগদাদের ইরানি দূতাবাসের উপর মার্কিন সেনা কপ্টারের চক্কর কাটা নিয়ে আরও উত্তেজনা বাড়ল।

ইরানের বিদেশমন্ত্রী মহ. জাওয়াদ জারিফ বলেছেন, ওয়াশিংটন একটি ভয়ঙ্কর, কাণ্ডজ্ঞানহীন ও উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ নিয়েছে। এর জবাব তারা পাবে।আমেরিকার হঠকারী হামলার যে কোনও পরিণতির দায় ওয়াশিংটনকে বহন করতে হবে।

বিবিসি জানাচ্ছে, ট্রাম্প সরকারের দাবি ইরাকে থাকা আমেরিকান দূতাবাস ঘিরে বিক্ষোভ ও হামলায় ইন্ধন দিয়েছে ইরান। পাশাপাশি, বাগদাদের ইরানি দূতাবাসের উপরে মার্কিন ব্ল্যাক হক ঘুরতে থাকায় পরিস্থিতি উত্তপ্ত।
ইরানি সংবাদ সংস্থা ইরনা জানাচ্ছে, দেশের সর্বচ্চো নেতা তথা আয়াতুল্লাহ আলি খামেনেই আমেরিকাকে তীব্র কটাক্ষ করেছেন। তাঁর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ নেবে তেহরান।

ইরানি বিদেশমন্ত্রী জানান, দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যে সিদ্ধান্ত নেবে সেটাই পালন করবে ইরান বিদেশ মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *