ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত হয়েছেন।

বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মোঃ মাইনুল ইসলাম জানান, আজ শুক্রবার রাত সাড়ে তিনটায় এ মহাসড়কের রামপুরা কালিসীমা এলাকায় নারায়নগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা লিমন পরিবহন ঢাকাগামী একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটিতে আগুণ ধরে যায়।

এতে হতাহতের এ ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীর মধ্যে ৬জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত হন অপর ৪ যাত্রী।
দুর্ঘটনায় আহতদের হবিগঞ্জের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৪জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো, সোহান (২০), সাগর (২২), রিফাত(১৬), ইমন (১৪)।