রাজবাড়ীর পাংশায় ১৬ কেজি গাজাসহ আটক ২
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী থেকে প্লাষ্টিকের বস্তায় মোড়ানো ১৬ কেজি গাঁজাসহ রাসেল খন্দকার (২৩) ও মোঃ হান্নান (২০) নামের দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত রাসেল বগুড়া ধুনট থানার জিনজিরা তলার মিন্টু খন্দকার ও হান্নান একই এলাকার আব্দুল হালিমের ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি ওমর শরীফ জানান, তার নের্তৃত্ব এবং এসআই ফেরদৌস ও নাজমুলের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালডাঙ্গী থেকে দৌলতদিয়া গামী একটি লোকাল বাস তল্লাসী চালিয়ে দুইটি প্লাষ্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছেন।
আটক দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর প্রস্ততি চলছে।