একটু সহযোগীতাই বাঁচাতে পারে গরীব এ ছেলেটি
চৌহালীর বৈন্যা গ্রামের মো. সোলায়মান এর ছেলে মোহাম্মদ কাউসার গত ৮ তারিখ বিকেল অনুমানিক ৫টার সময় বিদ্যুৎতের শর্টে গুরুত্বর আহত হয়। পরে তাকে ঢাকা উত্তরা নস্টাম হসপিটালে ভর্তি করা হয়েছে। আহত বর্তমানে নাম্বার ২১১২ বেডে চিকিৎসাধীন রয়েছে।
আহত কাউসার এর অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে চিকিৎসা বাবদ এত টাকা জোগাড় করা খুবই কষ্টসাধ্য। কাউসারকে বাঁচাতে সকলের সহযোগীতা চেয়েছেন তার পরিবার। যদি কেউ তাকে সহযোগিতা করতে চান তবে কাউসারের চাচা এর সাথে যোগাযোগ করতে পারেন। এই নম্বরটিতে বিকাশ বিকাশ করে সাহায্য পাঠাতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোঃ রফিকুল ইসলাম (ছেলের চাচা)
বিকাশঃ ০১৭৩১-৩৭৩-০৪৯
/ মোজরলু