করোনা প্রতিরোধে মাস্ক ও হেড ক্যাপ দিল ভারত
করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারকে বিনামূল্যে মাস্ক ও হেড ক্যাপ দিল ভারত সরকার। বেনাপোল চেকপোষ্ট দিয়ে মঙ্গলবার রাত ৮ টার সময় ১৪টি কার্টুনে আনা ৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেডক্যাপ বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতীয় গাড়ি থেকে বাংলাদেশের গাড়িতে হস্তান্তর করা হয়।
এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি, কাস্টমস কর্তৃপক্ষ এবং উভয় দেশের সিএন্ডএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারতের রফতানিকারক হেলথ লাইফ কেয়ার লিমিটেড এই পণ্য রফতানি করে বাংলাদেশে। পণ্য সরাসরি আমদানি করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন। এই পণ্যের খালাসে সহযোগিতা করেন সিএন্ডএফ এজেন্ট বারলো প্যাকেজ এন্ড সিপার্স। পণ্য চালানটির ইনভয়েস নং বিজি-এআই/ ৭২, তারিখ- ২০-০৩-২০
/ মোজাহো