দেশব্যাপীসর্বশেষসব খবর

স্বেচ্ছায় লক ডাউনে বেনাপোলের ভবারবেড় গ্রামবাসী

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। আর এই করোনা ভাইরাস সংক্রমণ রোধে যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামবাসীরা স্বেচ্ছায় তাদের নিজ গ্রামকে ‘লক ডাউন’ ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে এ লক ডাউন ঘোষণা করে গ্রামবাসীরা। এ সময় গ্রামের চারটি প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ গ্রাম থেকে বের হচ্ছে না। আবার বাইরের কাউকেও গ্রামটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় যুবকরা গ্রামের প্রবেশ পথে বাঁশ দিয়ে রেলিং করে দিয়েছে। আর তাতে একটি নোটিশ টাঙানো রয়েছে। সেই নোটিশে লেখা আছে প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলুন। তারপরও যদি জরুরি প্রয়োজনে কেউ আসেন তাকে গ্রাাের ভেতরে প্রবেশ করতে হয়, সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাতকে ভালো করে পরিষ্কার করে ঢুকতে হচ্ছে।

ভবারবেড় গ্রামের বাসিন্দারা জানান, দেশে করোনাভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের একার পক্ষে এই করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। যদি না আমরা নিজ থেকে সচেতন হই। সরকার থেকে শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষকে প্রতিদিন সচেতন করার চেষ্টা করছে। তাদের এই সচেতনতা কেউ মানছেন, কেউ আবার মানছেন না। তাই নিজের সুরক্ষায় ও গ্রামের বাসিন্দাদের করোনার হাত থেকে বাঁচাতে আমরা সচেতনতামূলক এ উদ্যোগ নিয়েছি।

ভবারবেড় ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বাইরে থেকে বিভিন্ন লোক গ্রামে প্রবেশ করছে এবং গ্রাম থেকে অনেক লোক কারণে অকারণে বাইরে যাচ্ছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি দিন দিন বেড়েই যাচ্ছে। এ কারণে গ্রামবাসী সকলের ঐক্যমতের ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেরাই নিজেদের গ্রামটিকে ‘লক ডাইন’ ঘোষণা হয়েছে। যাতে করে বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে থেকে আসতে ও গ্রাম থেকে বের হতে না পারে।

/ মোজাহো

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *