রংপুরে ৯০ বস্তা চালসহ গ্রেফতার ৩
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সরকারী ত্রাণের ৯০ বস্তা চালসহ ৩ জনকে গ্রেপতার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি মাহিন্দ্র ট্রাকটরও উদ্ধার করা হয়।
উপজেলার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফুল আলম বলেন বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ী গুর্জিপাড়া কলেজের সামনে থেকে ৫০ কেজি ওজনের ৯০ বস্তা চাল ও ট্রাকটরসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথ পুর গ্রামের মাহিন্দ্র চালক সাইফুল ও হেলপার মহেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিয়াদ এবং ভেন্ডাবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম জানা গেছে।
/ রাচৌ