দেশব্যাপীজীবনশৈলীসর্বশেষসব খবর

৮০০ বস্তা ওএমএস এর চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার: ঘোড়াঘাট উপজেলার নুরপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান এর গোডাউন হতে বিপুল পরিমাণ ওএমএস এর চাল উদ্ধার করা হয়েছে।

অভিযোগ উঠেছে দেশের এই ক্রান্তি লগ্নে  ওএমএস এর চাল না দিয়ে তিনি তার নিজস্ব গোডাউন এ রেখেছিল। 

এ নিয়ে এলাকাবাসী ও সাধারণ জনগণের মনে নানা প্রশ্ন উকি দিতেই  খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাবা ওহিদা খনম,ও পুলিশ  তার গোডাউন থেকে প্রায় ৮০০ বস্তা এর অধিক ওএমএস এর  চাল উদ্ধার করেছেন। 

এমতবস্থায় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান নানা জবাবদিহীতার সম্মুখীন হয়েছেন। 
এ নিয়ে এলাকাবাসী তার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে।

/ সোরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *