দেশব্যাপীশিরোনামসর্বশেষসব খবর

দিনাজপুরের ঘোড়াঘাটে আরও ১ দেহে করোনা ভাইরাস পজেটিভ

ঘোড়াঘাট রিপোর্টার: সারাদেশে নতুন করে ৬৪১ জন করোনা রোগী হয়েছে। এরই সাথে দিনাজপুরের ঘোড়াঘাটে আরও ১ দেহে করোনা/ Covid-19 ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে।

ঘোড়াঘাট পৌরসভার গত 24-04-2020 ইং তারিখে সংগৃহীত নমুনার, আজ 29-04-2020 ইং তারিখের রিপোর্টে ২ জনের মধ‍্যে ১ জনের, করোনা ভাইরাস পজেটিভ রোগী হিসেবে সনাক্ত হয়েছে।

বর্তমানে স্থানীয় প্রশাসন তার বাড়ীসহ আশেপাশের ৭টি বাড়ি আজ রাএী ০৮:৪০মি: সময় লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মেয়র আব্দুস সাত্তার মিলন ও অফিসার ইনচার্জ ঘোড়াঘাট,দিনাজপুর।

UH&FPO এর নির্দেশে CHCP কর্মকর্তা উপস্থিত ছিলেন শনাক্তকৃত পজেটিভ রোগীসহ বাড়ির অন্যান্য সদ‍স‍্য সকলেই বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। ঘোড়াঘাট পৌরবাসীর সবাইকে আতঙ্কিত না হবার জন্য প্রশাসনের পক্ষ হতে অনুরোধ করা হয়।

/ মোসোরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *