বালিয়াকান্দিতে ৩য় ধাপে টিসিবি’র পণ্য বিক্রি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৩য় ধাপে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মেসার্স মন্ডল ট্রেডার্স নামক টিসিবি’র ডিলার বালিয়াকান্দি সরকারী কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এই পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বিশিষ্ট্য ব্যবসায়ী আঃ মান্নান খান ও টিসিবি’র ডিলার হুমায়ন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
ডিলার হুমায়ন কবির বলেন, তারা সরকার কতৃক নির্ধারিত মূল্য অনুযায়ী ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে চিনি ও ৬০ টাকা কেজি দরে ছোলা বিক্রি করছেন।
/ আই