মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে মহসিন কবিরের ঈদ উপহার বিতরণ
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার সকল মসজিদ এর ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের মাঝে ঈদ উপহার বিতরন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিন কবির।

শনিবার দুপুরে বেনাপোল বড়আঁচড়া গ্রামের আবু তাহের ভারতের বাগান বাড়ি থেকে তিনি দলীয় নেতা কর্মীদের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয় এবং বেনাপোল পৌরসভার সকল মসজিদের ইমাম মোয়াজ্জেম এবং খাদেমদের এ ঈদ উপহার সামগ্রী পাঠিয়ে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি ও সেমাই।
বাংলাদেশ জাতীয়তাবাদীদলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মহাসিন কবির বলেন, দলের কেন্দ্রীয় হাই-কমান্ডের নির্দেশে আমি বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের ভারতের মাধ্যমে শার্শা উপজেলার দলীয় নেতাকর্মীরা করোনা ভাইরাস ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরবন্দী মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। দেয়া হয়েছে সাড়ে সাত হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী। তারই ধারবাহিকতায় শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ৫৮৯টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং খাদেমদের মাঝে আজ শনিবার ১৫ শ‘ প্যাকেট ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের খাঁন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদল নেতা রায়হান উদ্দিন দিপু ও সেলিম হোসেন প্রমুখ।
/ মোজাহো